অবিলম্বে মেটানো হবে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রিটার্নের বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনের জেরে থমকে গেছে অর্থনীতির চাকা। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই নানান সমস্যার সম্মুখীন, অর্থনৈতিক দিক দিয়ে সকলেই ভুক্তভোগী। তবে এরই মাঝে সরকারের তরফ থেকে নানান সুবিধা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প এনে। আর এই লকডাউন চলাকালীনই আয়করদাতাদের স্বস্তির খবর দিল আয়কর বিভাগ।

আয়কর রিটার্ন জমা দেওয়ার পর জমা থাকা অতিরিক্ত টাকা এখনো যারা ফেরত পাননি তাদের জন্য সুখবর দিল আয়কর দপ্তর। আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, অবিলম্বে ৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড আয়করদাতাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বুধবার এই খবর আয়কর দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।

আয়কর দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, জিএসটি ও কাস্টম ক্ষেত্রেও যে টাকা রিফান্ড পাওয়ার কথা সেই টাকা অতি দ্রুত অ্যাকাউন্টে পাঠিয়ে সব কিছুর নিষ্পত্তি করা হবে। আর এই সকল রিফান্ড সংক্রান্ত ঘটনার নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সমস্ত বিভাগগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে।

পাশাপাশি লকডাউনের জেরে আয়কর দাতাদের বেশ কয়েকটি সুবিধা করে দিয়েছে আয়কর বিভাগ। ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ শে মার্চ। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ৩০ শে জুন পর্যন্ত। এমনকি দেরিতে আয়কর জমা দেওয়ার জন্য যে সুদ দিতে হয় সেক্ষেত্রেও অনেকটা লাঘব দিয়েছে কেন্দ্র সরকার। আগে যেখানে ১২% সুদ দিতে হতো, সেখানে এখন দিতে হবে ৯%। এছাড়াও জিএসটি ও কাস্টম পরিষেবার ক্ষেত্রেও আয়কর জমা দেওয়ারও শেষ তারিখ ৩০ শে জুন বলে জানানো হয়েছে।