আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত, ঘোষণা কেন্দ্রের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানানোর সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর সম্পর্কেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “বর্তমান করোনা পরিস্থিতি ও লকডাউনের পরিস্থিতিকে বিচার করে ২০১৯-২০ সালের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হল নভেম্বর পর্যন্ত। ৩০ শে নভেম্বর ২০০৮ পর্যন্ত জমা করা যাবে চলতি আর্থিক বছরের আয়কর রিটার্ন। যা বর্তমানে শেষ তারিখ ছিল ৩০ শে জুলাই পর্যন্ত।”

Advertisements

এছাড়াও ৩১ শে সেপ্টেম্বরের ট্যাক্স অডিটের শেষ তারিখ করা হয়েছে ৩১ শে অক্টোবর পর্যন্ত। ফর্ম ১৬ জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে জুন পর্যন্ত। পাশাপাশি টিডিএস-এর ক্ষেত্রেও হার কমানোর কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নন স্যালারিড কর্মীদের ক্ষেত্রে টিডিএস-এর হার কমানো হয়েছে। ৩১ শে মার্চ ২০২১ সাল পর্যন্ত টিডিএস ও টিসিএস কমানো হচ্ছে ২৫ শতাংশ। বৃহস্পতিবার থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে গেল। কনট্রাক্ট, প্রফেশনাল ফি, সুদ, বাড়িভাড়া, ডিভিডেন্ট, কমিশন, ব্রোকারির ক্ষেত্রেও এই হার লাগু হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেন, টিডিএস, টিসিএস-এর হার কম করার ফলে মানুষের হাতে ৫০,০০০ কোটি টাকা আসবে।

Advertisements