যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তাই হলো, আয়করে অবিশ্বাস্য ছাড় দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বাজেট অধিবেশন নিয়ে দেশের প্রতিটি মানুষের মধ্যে আলাদা আশা প্রত্যাশা রয়েছে। দীর্ঘদিন ধরে লকডাউন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাজেট অধিবেশন দেশের মানুষদের মুখে হাসি ফোটাবে এমনটাই প্রথম থেকে মনে করা হচ্ছিল। এমনটা মনে করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।

চলতি বছর বাজেট অধিবেশন জনদরদি হবে তা নিয়ে আশা করার সবচেয়ে বড় কারণ হলো, এবারের বাজেটই হলো ২০২৪ লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকার চলতি বছর বাজেটে মাস্টারস্ট্রোক দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

সেই মতো কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন বুধবার বাজেট পেশ করার সময় মধ্যবিত্তদের বড় স্বস্তি দিলেন। অর্থ মন্ত্রকের তরফ থেকে আয়করে বড় অংকের কর ছাড়ের ঘোষণা করা হলো। আয়কর ছাড়ের ক্ষেত্রে উর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করা হল। এর পাশাপাশি কর ছাড়ের সর্বোচ্চ পরিমাণ দু’লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হলো ৩ লক্ষ টাকা।

বাজেটে ঘোষণা অনুযায়ী তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করার ক্ষেত্রে কোন রকম আয়কর দিতে হবে না। তিন থেকে সাত লক্ষ টাকা আয় করার ক্ষেত্রে কর দিতে হবে পাঁচ শতাংশ। তবে এই স্ল্যাবের যারা কর ছাড়ের আওতায় থাকবেন তাদের কর দিতে হবে না। এর পাশাপাশি নতুন কর আইন অনুযায়ী বেশ কিছু বদল আনা হয়েছে।

৭ থেকে ৯ লক্ষ আয়ে কর দিতে হবে ১০ শতাংশ। ৯ থেকে ১২ লক্ষ আয়ে কর ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ আয়ে কর ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ। আগে ২.৫ থেকে ৫ লক্ষ টাকা করে কোনও কর দিতে হত না। তবে ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ে কর দিতে হত ১০ শতাংশ। ৭.৫ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হত ১৫ শতাংশ। ১০ থেকে ১২.৫ লক্ষে আয়কর ২০ শতাংশ। ১২.৫ থেকে ১৫ লক্ষ আয়ে কর ছিল ৩০ শতাংশ।