সুখবর, ২০১৮-১৯ অর্থ বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের কারণে দেশকে চলতে হচ্ছে কঠিন সময়ের মধ্যে দিয়ে। অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য একের পর এক সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন্দ্রকে। বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়েছেন লকডাউনের সময়। এই পরিস্থিতিতে কেন্দ্র ২০১৮-১৯ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্র। বাড়ানো হয়েছে আধার-প্যান সংযুক্ত করার সময়সীমাও। এই বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CTBT)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১শে জুলাই পর্যন্ত আয়কর জমা করা যাবে। আয়কর ছাড় পাওয়ার কারণে অনেকেই নানান ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। সেই বিনিয়োগের সময়সীমাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯-২০ আর্থিক বর্ষের জন্য এই ক্ষেত্রেও সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১শে জুলাই পর্যন্ত ২০২০। একই সঙ্গে আধার প্যান যোগ করে বাড়ানো হয়েছে সময়সীমা ৩১শে মার্চ ২০২১ সাল পর্যন্ত। ২০১৯-২০ সালের আয়কর রিটার্ন জমা করার সময়সীমা আগেই ৩০শে নভেম্বর ২০২০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

মার্চ মাসের শেষ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় সমস্ত রকম অর্থনৈতিক পরিষেবা। সেই বিপর্যয় অবস্থা থেকে বার হতে বিশেষ বিশেষ ক্ষেত্র চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। শুরু হয় আনলক ১ পর্ব। এই বিশেষ পরিস্থিতির কারণেই আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হয়েছে বলে খবর।

আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিভাগের করদাতাদের ক্ষেত্রে তারিখের সময়সীমা আলাদা। যেমন ব্যক্তি বিশেষের জন্য নির্দিষ্ট আছে তারিখ তেমন সংস্থার আয়কর জমা দেওয়ার তারিখও আলাদা।

১) ২০১৮-১৯ অর্থ বর্ষের বা ২০১৯-২০ মূল্যায়ন বর্ষের অরিজিনাল বা সংশোধিত আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা ৩১শে জুলাই, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

২) ২০১৯-২০ অর্থ বর্ষের বা ২০২০-২১ মূল্যায়ন বছর ITR জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়ানো হয়েছে ৩০শে নভেম্বর, ২০২০ পর্যন্ত। এ ছাড়া অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ সময়সীমা ৩১শে অক্টোবর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

৩) ক্ষুদ্র ও মধ্যবিত্ত করদাতাদের জন্য রয়েছে সুখবর। ১ লক্ষ টাকা পর্যন্ত দায় আছে এমন করদাতাদের সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের ক্ষেত্রে প্রদেয় টাকা জমা দেওয়ার তারিখ ৩০শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

৪) আয়কর আইনের ৮০সি (LILC, PPF, NSC ইত্যাদি), ৮০ডি (মেডিক্লেম) ও ৮০জি (অনুদান) ধারা ইত্যাদি ধারায় কর ছাড়ের সুবিধা পেতে লগ্নি বা অনুদানের সময়সীমা বাড়িয়ে করা হলো ৩১শে জুলাই ২০২০ পর্যন্ত। যে কারণে ৩১শে জুলাই ২০২০ পর্যন্ত যে লগ্নি না পেমেন্ট করা হবে ২০১৯-২০ আর্থিক বছরে আয়কর আইনের সংশ্লিষ্ট ধারায় করছাড়ের জন্য আবেদন করা যাবে।

৫) আয়কর আয়ের ৫৪ অথবা ৫৪ জিবি ধারায় ছাড়ের সুবিধা নিতে লগ্নি বা নির্মাণকার্য বা ক্রয়ের ক্ষেত্রে সময়সীমা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।