নিজস্ব প্রতিবেদন : করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আরও সহজ পদ্ধতি নিয়ে এলো আয়কর দপ্তর। নতুন ওয়েবসাইট লঞ্চ করার পাশাপাশি যাতে ফোন থেকেই সহজে আয়কর জমা দেওয়া যায় তার জন্য মোবাইল অ্যাপও লঞ্চ করা হয়েছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আগের মত কঠিন পদ্ধতি দূরীকরণের জন্য এই নতুন পথ বেছে নেওয়া।
আয়কর দপ্তরের তরফ থেকে আয়কর জমা দেওয়ার জন্য যে নতুন ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে তা হলো www.incometax.gov.in । এই ওয়েবসাইটে আয়কর জমা দেওয়ার সময় বেশ কিছু প্রশ্ন উত্তর দিলেই অনায়াসে আয়কর জমা করা সম্ভব। পাশাপাশি মোবাইল অ্যাপ লঞ্চ হওয়ার কারণে নিজেদের স্মার্টফোন থেকেই সহজে জমা করা যাবে আয়কর রিটার্ন।
এছাড়াও নতুন এই ওয়েবসাইটে আগের মত ব্যাঙ্কের স্টেটমেন্ট সংগ্রহ করে আয়করদাতাকে কিছু জমা করতে হবে না। বরং ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় স্টেটমেন্ট সংগ্রহ করবে এই নতুন ওয়েবসাইট। ফলে বড় ঝামেলা থেকে মুক্তি পাবেন আয়করদাতারা।
এর পাশাপাশি আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বিভিন্ন বিকল্প আনা হয়েছে। যেমন আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতারা বেছে নিতে পারেন UPI, নেট ব্যাঙ্কিং সহ অন্যান্য বিকল্প।
Stay tuned!#NewPortal #eFiling pic.twitter.com/8x1iUK0CZc
— Income Tax India (@IncomeTaxIndia) June 6, 2021
সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স তাদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করদাতারা যাতে নির্ঝঞ্ঝাটে এবং অনায়াসে আয়কর রিটার্ন জমা দেওয়ার কাজ করতে পারেন তাঁর সমস্ত রকম প্রচেষ্টা চালানোর পরিপ্রেক্ষিতে এই নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। আর এই নির্ঝঞ্ঝাট এবং অনায়াস এই দুটি বিষয়টিকে মাথায় রেখেই বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। যাতে চটজলদি যেমন কর দেওয়া সম্ভব, ঠিক তেমনি চটজলদি টাকা ফেরত পাওয়ার পথও বের করা হয়েছে।