নিশ্চিত ছক্কাকে সুপারম্যানের মত উড়ে গিয়ে বাঁচালেন পুরান, হতবাক ক্রিকেট দুনিয়া

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নিশ্চিত ৬, আর সেই নিশ্চিত ছক্কাকে সুপারম্যানের মতো উড়ে গিয়ে বাঁচালেন কিংস ইলেভেন পাঞ্জাবের নিকোলাস পুরান। আর এমন আশ্চর্য রকম ফিল্ডিং দেখে হতবাক ক্রিকেট দুনিয়া। আর এমন দুর্দান্ত ফিল্ডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন রাজস্থান রয়েলসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। নিকোলাস পুরানের এই দুর্দান্ত ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের মধ্যে ফিরিয়ে আনলো জন্টি রোডস, সঞ্জু স্যামসনের স্মৃতি।

Advertisements

Advertisements

Advertisements

এই ভাবেই আমরা বিল্ডিং করতে দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় জন্টি রোডসকে। ১৯৯২ সালের বিশ্বকাপে ইনজামাম-উল-হককে শরীর জুড়ে রান আউট করা হোক অথবা শচীনের ক্যাচ ধরা, জন্টি রোডসের সেই সকল স্মৃতি যেন ফিরিয়ে দিলেন নিকোলাস পুরান। এমন দুর্দান্ত ফিল্ডিং সচরাচর দেখা যায় না বললেই চলে। যে কারণে পুরাণের এমন ফিল্ডিং এখন চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত রবিবারের রাজস্থান ও পাঞ্জাবের ম্যাচের দ্বিতীয় ইনিংসে যখন রাজস্থান পাঞ্জাবের বড় রান ২২২ তাড়া করতে শুরু করেছে তখন ৭.৩ ওভারে মুরুগান অশ্বিনের শর্ট বল পেয়ে সঞ্জু স্যামসন সপাটে পুল করেন। বল তখন একেবারে বাউন্ডারির বাইরে। বলের পিছনে ছুটছেন নিকোলাস পুরান। লাফিয়ে বল ধরেও নেন। কিন্তু তখন তিনি বুঝতে পারেন তার শরীর বাউন্ডারির বাইরে চলে গেছে। সঙ্গে সঙ্গে শরীর মাটিতে পড়ার আগেই বল ছুঁড়ে পাঠিয়ে দেন বাউন্ডারির ভিতর।

গতকালকের ম্যাচে সঞ্জু স্যামসনের নিশ্চিত ছক্কা যেমন বাঁচিয়ে দিয়েছে নিকোলাস পুরান ঠিক একই রকম ফিল্ডিং করতে একবার দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকেও। তবে তা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে। সেদিনও একইভাবে সঞ্জু স্যামসন রস টেলরের একটি নিশ্চিত ৬ বাঁচিয়ে দিয়েছিলেন। আর এমন নিশ্চিত ৬ বাঁচানোর এই সকল দুর্দান্ত ফিল্ডিং কালে কৌশলে দেখা মেলে ক্রিকেটের আঙিনায়।

Advertisements