এখন ফেসবুক থেকেও বুক করা যাবে রান্নার গ্যাস সিলিন্ডার, রইলো পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফোন করে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করা এখন অতীত হয়ে পড়েছে। বর্তমান ডিজিটাল ভারতে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি বিশেষ করে Indane নতুন নতুন পদ্ধতি তুলে ধরছে গ্রাহকদের সামনে। আর এবার সেই পদক্ষেপকে সামনে রেখে এবার তারা বেছে নিলো বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশাল মাধ্যম ফেসবুককে।

Advertisements

Advertisements

দিন কয়েক আগেই গ্যাস সরবরাহকারী সংস্থা Indane টুইট করে গ্যাস সিলিন্ডার বুক করার পদ্ধতি আনে। এর আগে তারা মিসড কল, WhatsApp সহ আরও একাধিক পদ্ধতি এনে গ্যাস সিলিন্ডার বুক করার ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। আর এই বিপ্লবের পথে এবার ফেসবুক। চলুন দেখে নেওয়া যাক কোন পদ্ধতি অবলম্বন করে ফেসবুকের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে।

Advertisements

ফেসবুকের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য গ্রাহকদের যেতে হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজে অর্থাৎ @IndianOilCorpLimited-এ। সেখানে ‘Book Now’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন গ্রাহকরা। সেখানে বেছে নিতে হবে ‘3 simple steps to book your LPG Cylinder’ অপশনটি।

[aaroporuntag]
এরপর গ্রাহকের সামনে খুলে যাবে কাস্টমার লগইন করার জন্য একটি নতুন পেজ। যেখানে লগইন করে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন গ্রাহকরা। এখন যদি কারোর আগে থেকে অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে তাকে অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার্ড করে নিতে হবে।

Advertisements