টুইট করলেই হয়ে যাবে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং, রইলো পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি আনা হচ্ছে। আর এবার রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য টুইট পদ্ধতি আনলো তারা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে এই নতুন ব্যবস্থা আনা হয়েছে।

Advertisements

এখন থেকে Indane গ্রাহকরা ইচ্ছে করলে টুইট করেই বুক করে নিতে পারবেন তাদের রান্নার গ্যাস সিলিন্ডার। টুইটের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য গ্রাহকদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। একবার রেজিস্ট্রেশন করে নেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে বুকিং করার জন্য শুধু টুইট করলেই বুকিং হয়ে যাবে রান্নার গ্যাস সিলিন্ডার।

Advertisements

টুইটের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে ‘@indanereffil (space) #register (space) LPG ID (space) email id. পরবর্তীকালে সিলিন্ডার বুকিং করার জন্য টুইট করতে হবে @indanereffil (space) #reffil.

Advertisements

[aaroporuntag]
এই পদ্ধতি ছাড়াও Indane গ্রাহকরা 7718955555 নম্বরে ফোন করে, 8454955555 নম্বরে মিসড কল দিয়ে অথবা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও নিজেদের প্রয়োজনমতো সিলিন্ডার বুক করতে পারবেন। এছাড়াও সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে PhonePe, Google Pay সহ অন্যান্য UPI মাধ্যমগুলিও।

Advertisements