নতুন করে ভারতে নিষিদ্ধ হলো ৫৪টি চিনা অ্যাপ, রইলো সম্পূর্ণ তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গালওয়ানে ভারত চিন সেনা সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লাদাখের এই উপত্যকায় চিনের আগ্রাসী মনোভাব ভারতীয় সেনারা ঠেকিয়ে দেওয়ার পর ভারত সরকারের তরফ থেকেও চীনকে কোণঠাসা করার প্রচেষ্টা জারি রয়েছে।

Advertisements

গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘর্ষের পর একাধিকবার দ্বিপাক্ষিক আলোচনায় শান্তি ফিরে এলেও একাধিকবার চীন ভারতীয় উপত্যকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এমত অবস্থায় চীনকে হাতে না মেরে পাতে মারার প্রয়াসে ২০২০ সালে ভারত সরকার সে দেশের ৩০০টির বেশি মোবাইল অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে। এবার নতুন করে আরও ৫৪টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার।

Advertisements

কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, সম্প্রতি যে সকল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সেই সকল অ্যাপগুলির মধ্য দিয়ে ব্যবহারকারীদের অজান্তেই ফোনে ঢুকে পড়ছে ক্ষতিকারক সফটওয়্যার। এর পাশাপাশি অভিযোগ, অনুমতির তোয়াক্কা না করে ওই সকল অ্যাপ প্রস্তুতকারী সংস্থাগুলি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করছে ব্যবহারকারীদের গোপনীয় তথ্য।

Advertisements

সম্প্রতি যে ৫৪টি অ্যাপ ভারতে নিষিদ্ধ হল সেগুলির মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত ‘সুইট সেল্ফি এইচডি’, ‘বিউটি ক্যামেরা’, ‘ভিভা ভিডিয়ো এডিটর’, ‘টেনসেন্ট রিভার’, ‘অ্যাপ লক’, ‘ডুয়াল স্পেস লাইট’। চলুন দেখে নেওয়া যাক ভারতে নিষিদ্ধ হওয়া ৫৪টি অ্যাপের সম্পূর্ণ তালিকা।

২০২০ সালে ভারতে যেসকল অ্যাপ নিষিদ্ধ হয়েছিল সেগুলির মধ্যে বেশ কিছু অ্যাপ ছিল ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীদের বিনোদনের অন্যতম রসদ। যেমন ছিল ‘টিকটক’, ‘উই চ্যাট’, ‘হ্যালো’। তবে এই সকল অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর তাদের জায়গা করে নিয়েছে অন্যান্য অ্যাপ। ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কারণ দেখিয়ে।

Advertisements