India Bangladesh Bus: শুধু ট্রেনের ভরসা নয়! এই সব বাসেও যেতে পারবেন কলকাতা থেকে বাংলাদেশ, রইল সময়সূচি

India Bangladesh Bus Service has been started again after Corona: ভারত ও বাংলাদেশের মধ্যে যে মৈত্রী বন্ধন স্থাপন করা হয়েছে, তার অন্যতম দিক হলো যোগাযোগ ব্যবস্থা। আর এই যোগাযোগ ব্যবস্থা কে মজবুত করতে উদ্যোগী দুই দেশই। পদ্মা সেতু তৈরি হওয়ার পর থেকে অনেক কম সময়ে ভারত থেকে বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করা যায়। পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা ও বাংলাদেশ পরিবহন সংস্থার মিলিত উদ্যোগে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পূর্ববঙ্গের ঢাকা পর্যন্ত বাস (India Bangladesh Bus) পরিষেবা রয়েছে।

কাঁটাতারের বেড়া দিয়ে দুটি দেশকে ভাগ করা হলেও, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত ও বাংলাদেশের নাগরিকরা এক দেশ থেকে অন্য দেশে অহরহ যাতায়াত করেন। কেউ আসেন ব্যবসায়িক কাজে, কেউ আসেন উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য, আবার কেউ আসেন পড়াশোনা করতে, তো কেউ আসেন আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে। এই দুই দেশের মধ্যে যাতায়াত আরো সহজ করার জন্য কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চালু করা হয়। এছাড়াও, বেশ কিছু বাস পরিষেবা চালু রয়েছে কলকাতা থেকে ঢাকা অব্দি যাবার জন্য (India Bangladesh Bus)। করোনাকালে এই বাস পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু এখন আবার তা চালু করা হয়েছে।

কলকাতা থেকে ঢাকা যাবার জন্য প্রথম যাত্রীবাহী বাস পরিষেবা (India Bangladesh Bus) চালু করা হয় ১৯ জুন ১৯৯৯। এরপরে ৬ জুন ২০১৫ কলকাতা থেকে আগরতলা অব্দি একটি বাস পরিষেবা চালু করা হয়। এই বাসটিও ঢাকার উপর দিয়ে যায়। অর্থাৎ, কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা অব্দি যাওয়া যায় এই বাসে। ২০১৯ সাল অব্দি এই বাস পরিষেবা গুলি নিয়মিত চালু ছিল। ২০২০ সালে করোনার পর দু বছরের জন্য সমস্ত পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় বাংলাদেশ পরিবহন দপ্তর ও পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। এরপর আবার ২০২২ সালে নতুন করে এই বাস পরিষেবা গুলি চালু করা হয়েছে।

আরও পড়ুন 👉 Countries without States: বাংলাদেশ থেকে পাকিস্তান, কোন দেশে কটি রাজ্য! কোন দেশে রাজ্য নেই!

প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার এই তিন দিন কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য বাস চলাচল করে। নির্দিষ্ট দিনে সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে বাস রওনা হয় ঠিক সকাল ৭ টার সময়। কলকাতা থেকে ঢাকা পৌঁছতে সময় লাগে ৮ থেকে ৯ ঘন্টা। অর্থাৎ, কলকাতা থেকে সকাল ৭ টায় বাস ছাড়ার পর বিকেল ৪ টে থেকে ৪.৩০ এর মধ্যেই আপনি ঢাকায় পৌঁছে যাবেন। একইরকম ভাবে ঢাকার বিআরটিসি বাস টার্মিনাল থেকে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বাস ছাড়ে। রবিবার ছাড়া প্রায় প্রতিদিন কলকাতা থেকে ঢাকা (India Bangladesh Bus) যাতায়াত করার জন্য বাস পরিষেবা চালু থাকে। পদ্মা সেতুকে ব্যবহার করে অনেক কম সময় দুই দেশের মধ্যে যাতায়াত সম্ভব হচ্ছে।

কলকাতা থেকে ঢাকা অব্দি বাস পরিষেবার ক্ষেত্রে বাসের ভাড়া মাথাপিছু ১৪০০ টাকা। কিন্তু কলকাতা থেকে আগরতলা অব্দি বাস পরিষেবার ক্ষেত্রে ঢাকা অব্দি বাসের ভাড়া মাথাপিছু ১৮০০ টাকা।