তীব্র গতিতে সংক্রমণ বাড়ছে ব্রিটেনে, বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন প্রজাতির করোনা উদ্বেগ সৃষ্টি করেছে ব্রিটেনে। তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধির হার ৭০% বলে জানা গিয়েছে। আর এমত অবস্থায় ব্রিটেনকে নিয়ে উদ্বেগ বাড়ছে অন্যান্য দেশগুলিরও। ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশ ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে। আর এবার সেই একই পথে হাঁটলো ভারত।

Advertisements

Advertisements

ভারত সরকারের তরফ থেকে সোমবার ঘোষণা করা হয়, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা কোন বিমান ভারতের মাটি ছুঁতে পারবে না। একইভাবে ভারত থেকেও কোন বিমান আপাতত ব্রিটেনের দিকে রওনা দিচ্ছে না। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে। অর্থাৎ কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ২২শে ডিসেম্বর রাত্রি ১১:৫৯ মিনিট পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসতে পারবেন বিমানযাত্রীরা। কিন্তু তারপর আর না।

Advertisements

অন্যদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সময় পর্যন্ত যেসকল বিমানের যাত্রীরা ব্রিটেন থেকে ভারতে আসছেন তাদের বাধ্যতামূলকভাবে বিমানবন্দরে করোনা পরীক্ষা করানো হবে। স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই বৈঠকের পর এই ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এই নির্দেশ জারি করে। মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ৩১ শে ডিসেম্বরের পর পরিস্থিতি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনা নিয়ে ভারতীয়দের তেমন কোনো আশঙ্কার কারণ নেই। কারণ এই নতুন প্রজাতির করোনা নিয়ে কেন্দ্রের তরফ থেকে আগেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রথমেই ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।

Advertisements