India can dominate the world economy in 3 formulas: এই মুহূর্তে এক্কেবারে সমান সমানে চলছে টক্কর। খুব শীঘ্রই অর্থনীতির লড়াইয়ে চীনকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে ভারত। মাত্র ৩ টি ফর্মুলা অনুসরণ করলেই এই ঘটনা বাস্তবে ঘটতে পারে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণঁ মূর্তি। তার এই বক্তব্যে সারা দেশ জুড়ে রীতিমতো শোরগোল পরে গেছে। তিনি বলেছেন বেনজিংকে ১০ গোল দিতে ভারতকে অবলম্বন করতে হবে মাত্র ৩ টি ফর্মুলা।
কিছুদিন আগে নারায়ণ মূর্তি একটি সাক্ষাৎকার দেন ইকোনমিক টাইমস পত্রিকাকে। দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, চীন আর ভারত আর্থিক (Economy of India) প্রতিযোগিতায় নামলে দেশে একটা ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা আবশ্যিক। শিল্পপতি ও উদ্যোগপতিদেরকে অগ্রাধিকার দিতে হবে আর্থিক ক্ষেত্রে। এই সুযোগ সুবিধা পাওয়া গেলে, আর্থিক দিক থেকে চীনকে ছুঁয়ে ফেলতে পারবে ভারত।
জমি সংক্রান্ত জটিলতা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে হবে। এই জটিলতা শিল্পপতিদের সিদ্ধান্তের প্রতি বাধা সৃষ্টি করে। ফলে কাজের গতি অনেকটাই কমে যায়। এছাড়াও অনেক সময় এই জটিলতার কারণে মুখ ঘুরিয়ে রাখেন দেশ-বিদেশের বিনিয়োগকারীরা। প্রতিযোগিতামূলক এবং গতিশীল অর্থনীতির প্রচলন করতে চাইলে সরকারকে সমস্যা গুলি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে হবে। সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন নারায়ণ মূর্তি।
এছাড়াও দেশের অর্থনীতি (Economy of India) সচল করতে কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন ইনফোসিস এর প্রতিষ্ঠাতা। তবে কর্মসংস্থানের প্রতি শুধু সরকার নয়, নজর দিতে হবে শিল্পপতিদেরও। যত বেশি নিয়োগ হবে তত বাড়বে নাগরিকদের আয়। মোট কথা সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত টাকা থাকলে তবেই তারা মন খুলে খরচা করতে পারবে। ফলে ব্যবসার বাজার বাড়বে। উপকৃত হবে দেশের অর্থনীতি।
গত কয়েক বছর ধরে দুনিয়া জুড়ে আধিপত্য জমিয়ে বসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ফলে ব্যবসার বাজারে মন্দা দেখা দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। তবে এই মন্তব্য একেবারেই মানতে নারা ইনফোসিসের কর্তা নারায়ন মূর্তি। বরঞ্চ তিনি এআইকে নিত্যদিনের জীবনে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তিনি বলেছেন এআই যদি নিত্যদিনের জীবনের সাথে মিশিয়ে দেওয়া যায়, তাহলে অনেক কম খরচে কম কষ্ট করে অনেক জটিল কাজ সহজে করা সম্ভব। আর্থিক উন্নতির (Economy of India) অন্যতম উপাদান হয়ে উঠতে পারে এ আই। এমনই দাবি করেন নারায়ন মূর্তি।