নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের পরিসংখ্যান দেখলে দেখা যাবে গত ৩০ দিনে দেশে সংক্রমণ বেড়েছে তিন লাখ। আর শেষ পাঁচ দিনে সংক্রমনের সংখ্যা আকাশছোঁয়া। শেষ পাঁচ দিনেই দেশে সংক্রামিত হয়েছেন ১ লক্ষের বেশি মানুষ। আর এরপর এই দেশের মোট সংক্রমণেরর সংখ্যাটা পার করল ৬ লাখ।
২রা জুলাই অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ১৪৮ জন মানুষ সংক্রামিত হয়েছেন। আর এরপরই দেশের মোট জনসংখ্যা পৌঁছালো ৬ লক্ষ ৪ হাজার ৬৪১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৮৮১ জন। যার পরে দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৩ লক্ষ ৫৯ হাজার ৮৬০। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৩৪। আর বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়েছে ৬ হাজার ৮৩৩ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ২৬ হাজার ৯৪৭।
সংক্রমণের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র (১৮০২৯৮), দ্বিতীয় স্থানে তামিলনাড়ু (৯৪০৪৯), তৃতীয় স্থানে দিল্লি (৮৯৮০২), চতুর্থ স্থানে গুজরাট (৩৩২৩২), পঞ্চম স্থানে উত্তর প্রদেশ (২৪০৫৭), ষষ্ঠ স্থানে পশ্চিমবঙ্গ (১৯,১৭০)। এরপর রয়েছে রাজস্থান (১৮,৩১২) ও তেলঙ্গানা (১৭,৩৫৭), কর্নাটক (১৬,৫১৬), অন্ধ্রপ্রদেশ (১৫,২৫২), হরিয়ানা (১৪,৯৪১), মধ্যপ্রদেশ (১৩,৮৬১) ও বিহার (১০,২৪৯)। অন্যান্য রাজ্যগুলি যেমন অসম, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, পঞ্জাব, কেরলে তুলনামূলক সংক্রমণ অনেকটাই কম।