ভাঙলো সব রেকর্ড, ভারতে করোনা ছাড়ালো ৫ লাখের গন্ডি

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের পঞ্চম দফায় দেশে আনলক ১ শুরু হতেই করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে অনভিপ্রেত ভাবে। প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বিগত দিনের রেকর্ডকে ভেঙে ফেলছে। আর সেই ধারাবাহিকতা বজায় থাকল শনিবারও। সংক্রমণের সংখ্যাই অন্যান্য প্রতিটি দিনের রেকর্ডকে ভাঙলো এদিন। শনিবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮,৫৫২ জন। আর এর পরেই এদিন ভারতে মোট সংক্রমণের সংখ্যা পাঁচ লাখের গণ্ডি পার করে দাঁড়ালো ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ২৪৪ জন। আর এরপর ভারতে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩৮৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৮৫। সংক্রমণের সংখ্যার নিরিখে ভারত বর্তমানে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা যেখানে মোট সংক্রমণের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৬৪। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, যেখানে মোট সংক্রমণের সংখ্যা ১১ লক্ষ ৮৮ হাজার ৬৩১। তৃতীয় স্থানে রাশিয়া মোট সংক্রমণের সংখ্যা ৬ লক্ষ ২০ হাজার ৭৯৪। আর এই সব দেশের পরেই রয়েছে ভারত।

ভারতে এখনো পর্যন্ত সবথেকে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে। যেখানে সংখ্যাটা হলো ১ লক্ষ ৫২ হাজার ৭৬৫। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, যেখানে মোট সংক্রমণের সংখ্যা ৭৭ হাজার ২৪০। তৃতীয় স্থানে তামিলনাড়ুর, সংক্রমণের সংখ্যা ৭৪ হাজার ৬২২। গুজরাত রয়েছে চতুর্থ স্থানে মোট সংক্রমণের সংখ্যা ৩০ হাজার ৯৫। উত্তরপ্রদেশ রয়েছে পঞ্চম স্থানে, উত্তরপ্রদেশে মোট সংক্রমনের সংখ্যা ২০ হাজার ৯৪৩। ষষ্ঠ স্থানে রাজস্থান মোট সংক্রমণের সংখ্যা ১৬ হাজার ৬৬০। সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সংক্রমণের সংখ্যা ১৬ হাজার ১৯০। আর এরপর রয়েছে হরিয়ানা ১২৮৮৪, মধ্যপ্রদেশ ১২৭৯৮, তেলেঙ্গানা ১২৩৪৯, অন্ধ্রপ্রদেশ ১১৪৮৯, কর্ণাটক ১১০০৫, বিহার ৮৭১৬, জম্মু-কাশ্মীর ৬৭৬২, আসাম ৬৬০৭, ওড়িশা ৬১৮০, পাঞ্জাব ৪৯৫৭, কেরালা ৩৮৭৬, উত্তরাখণ্ড ২৭২৫, ছত্রিশগড় ২৫৪৫, ঝাড়খন্ড ২২৯০, ত্রিপুরা ১৩২৫, মনিপুর ১০৭৫, গোয়া ১০৩৯, লাদাখ ৯৪৬, হিমাচল প্রদেশ ৮৬৪, পদুচেরি ৫০২, চন্ডিগড় ৪২৫, নাগাল্যান্ড ৩৭১, অরুণাচল প্রদেশ ১৭২, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ১৬৩, মিজোরাম ১৪৫, সিকিম ৮৬, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৭২, মেঘালয় ৪৭।

তবে দেশে বিপুল সংখ্যক রোগীর সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা সমানতালে অনেকটা বেশি থাকায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশ কম ভারতে। বর্তমানে ভারতে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭।