নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে, ভারত ২ নম্বরে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন। আর এই দিনটির বর্ষপূর্তিতেই বিশ্বের একাধিক দেশে নতুন করে লাগামছাড়া ভাবে বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বের একাধিক এই দেশের তালিকায় রয়েছে ভারতও। ইতিমধ্যেই ভারতে নতুন করে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের। আর এই চিন্তা আরও বাড়তে শুরু করেছে যখন নতুন করে আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করলো।

Advertisements

Advertisements

বিশ্বজুড়ে নতুন করে যে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই তালিকায় প্রথমেই রয়েছে ব্রাজিল। ব্রাজিলের পরিস্থিতি ফের একবার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মত অবস্থা। সেখানে নতুন করে গত ২৪ ঘন্টায় ৪৭,৭০১ জন আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা আগামী দিন কয়েকের মধ্যে আরও বেড়ে যাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

আর এই ব্রাজিলের পরেই রয়েছে ভারত। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৫১ জন। ভারতে এই সংখ্যাটা মাত্র দিন কয়েকের মধ্যে এই জায়গায় এসে পৌঁছালো। বর্তমানে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪৬। ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়তে শুরু করেছে প্রাণহানির সংখ্যাও। কেবলমাত্র গত ২৪ ঘণ্টাতেই প্রাণহানি হয়েছে ২১২ জনের। আর সেই নিরিখে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২১ হাজার ১৮০ জন।

[aaroporuntag]
অন্যদিকে নতুন করে আক্রান্তের এই তালিকায় বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নাম রয়েছে আমেরিকার। সেখানে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪৯৬ জন। আর এর পরেই রয়েছে জার্মানি। জার্মানিতে প্রতিদিন প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। মূলত নতুন করে এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে নতুন নতুন স্ট্রেন ছড়িয়ে পড়া।

Advertisements