নিজস্ব প্রতিবেদন : কোন দেশে কত পরিমাণ সোনা মজুত রয়েছে তার ওপর ভিত্তি করে ওই দেশের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই নির্ভর করে। একইভাবে অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করে বিদেশী মুদ্রা সঞ্চয়ের ক্ষেত্রেও। এবার ভারত সোনা এবং বিদেশী মুদ্রা সঞ্চয়ের (India Gold and Forex Reserve) ক্ষেত্রে নতুন অধ্যায় তৈরি করল। কেননা সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বিদেশী মুদ্রার সঞ্চয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে সোনার সঞ্চয়।
ভারত ২০২১ সালে বিদেশি মুদ্রা সঞ্চয়ের ক্ষেত্রে রেকর্ড ছুঁয়েছিল। কিন্তু তারপর থেকে টাকার মূল্য দিন দিন কমতে শুরু করে। দিন দিন বিদেশী মুদ্রার সঞ্চয়ও কমতে শুরু করে। টাকার মূল্যের অবমূল্যায়ন ঠেকানোর জন্য ফেডারেল রিজার্ভ তলানিতে ঠেকতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতে ২০২২ সালে ভারতে বিদেশি মুদ্রা সঞ্চয়ের পরিমাণ কমে দাঁড়িয়েছিল ৫২৪.৫ বিলিয়ন ডলার, যা টাকার হিসাবের প্রায় ৫২ হাজার ৪৫০ কোটি টাকা।
তবে এরপর থেকে ধীরে ধীরে দেশের পরিস্থিতি বদলাতে শুরু করে। ফের ধীরে ধীরে বাড়তে শুরু করে বিদেশি মুদ্রার সঞ্চয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গত ১ মার্চ বিদেশি মুদ্রা সঞ্চয়ের যে হিসেব দেওয়া হয় তাতে দেখা গিয়েছিল, সঞ্চয় আগের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ বিলিয়ন ডলার। টাকার হিসাবে প্রায় ৬২ হাজার ৫০০ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়, এরপর আরও বাড়তে থাকে বিদেশি মুদ্রার সঞ্চয়।
আরও পড়ুন ? Indian Rupee Power: আমেরিকা নয়, বিশ্বের শক্তিশালী মুদ্রা এই দেশের, কত নম্বরে রয়েছে ভারত
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী গত সপ্তাহে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে বিদেশী মুদ্রার সঞ্চয় বৃদ্ধি পায়। গত সপ্তাহে ২৯৭ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত ২২ মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী ভারতে বিদেশী মুদ্রার সঞ্চয় বেড়ে দাঁড়িয়েছে ৬৪২.৬৩ বিলিয়ন ডলার, যার টাকার হিসেবে ৬৪ হাজার ২৬৩ কোটি টাকা। বিদেশি মুদ্রার সঞ্চয় বৃদ্ধি ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
অন্যদিকে বিদেশী মুদ্রার সঞ্চয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সঞ্চয় বেড়েছে সোনার ক্ষেত্রেও। গত এক সপ্তাহে ভারতে সোনার সঞ্চয়ের পরিমাণ বেড়েছে ৩৫৭ মিলিয়ন ডলার। এই বৃদ্ধির ফলে এখন ভারতে মোট সঞ্চিত সোনার পরিমাণ হলো ৫১.৪৯ বিলিয়ন ডলার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি এই সকল একাধিক ক্ষেত্রের তথ্য পেশ করা হয়েছে এবং সেই তথ্য থেকেই এমন বিভিন্ন সঞ্চয়ের বিষয়ে জানা যাচ্ছে।