নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময়ে কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যৌথ ভাবে নানান ধরনের নতুন নতুন নোট অথবা কয়েন লঞ্চ করে থাকে। সেইরকমই এবার কেন্দ্রের তরফ থেকে পাঁচটি নতুন কয়েন লাঞ্চ করা হলো। এই নতুন পাঁচটি কয়েন হলো ১,২,৫,১০ ও ২০ টাকার। এই সকল কয়েনগুলিতে বেশ কিছু বিশেষত্ব রয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ‘Iconic Week Celebration’ উপলক্ষে এই সকল কয়েন লঞ্চ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই পাঁচটি নতুন কয়েন লঞ্চ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এই নতুন সিরিজের কয়েনগুলি ‘Amrit Kaal’-এর উদ্দেশ্য সাধারণ মানুষকে মনে করাবে এবং দেশের উন্নতিতে সকলকে কাজ করতে উৎসাহিত করবে।” দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য এই সকল কয়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, এই সকল কয়েনের ডিজাইন অন্যান্য কয়েনের তুলনায় কিছুটা হলেও আলাদা। এগুলিতে উল্লেখ করা হয়েছে AKAM অর্থাৎ অমৃত ফেস্টিভেল অফ ইনডিপেনডেন্স। তবে এই সকল কয়েন স্পেশাল ইস্যু কয়েন হিসাবে ধরা হবে না বলেই জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই কয়েনগুলি সাধারণ মানুষের হাতে চলে আসবে।
অন্যদিকে একেবারে নতুন ২০ টাকার কয়েন অন্যান্য কয়েনের মতো গোল হবে না এমনটাও জানা গিয়েছে। বরং এই ২০ টাকার কয়েন দেখতে হবে অনেকটা পুরাতন ২ টাকার কয়েনের মতো। মসৃণ গোলাকারের পরিবর্তে এই কয়েন হবে এবড়ো খেবড়ো। এই কয়েন অন্যান্য কয়েনের তুলনায় অনেকটাই আলাদা হবে।
Delhi | PM Narendra Modi today released special series of Re 1, Rs 2, Rs 5, Rs 10, and Rs 20 coins. These special series of coins have the theme of the logo of Azadi Ka Amrit Mahotsav and are also easily identifiable to visually impaired persons. pic.twitter.com/CMyXnmxiT1
— ANI (@ANI) June 6, 2022
এই সকল কয়েনে বেশ কিছু বিশেষত্ব আরোপ করা হয়েছে। সেই সকল বিশেষত্বের পরিপ্রেক্ষিতে দৃষ্টিহীন ব্যক্তিরা খুব সহজে এই কয়েন চিনতে পারবেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় ব্যাঙ্ক ও মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্য ও সাপ্লাই চেনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে।