বাড়ছে করোনা, রেশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি সত্যিই ভ’য়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে সাধারণ মানুষ বর্তমানে দিনের পর দিন আতঙ্কিত হয়ে পড়ছেন। আর এই আতঙ্কের কারণে এমনিতেই অধিকাংশ এলাকায় বাজার ঘাট ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে এই পরিস্থিতিতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। আর সেই বৈঠকে রেশন ব্যবস্থা সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়।

Advertisements

বর্তমান করোনা পরিস্থিতিতে এই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব। এবিষয়ে প্রধানমন্ত্রী সকলকে আশ্বাস দেন। বলেন, সম্ভাব্য সমস্ত রকম উপায়ে যাতে অক্সিজেন ট্যাংকারগুলি দ্রুত পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। পাশাপাশি ২৩টি মোবাইল অক্সিজেন প্লান্ট আনা হচ্ছে জার্মানি থেকে। যেগুলি এক সপ্তাহের মধ্যে ভারতে চলে আসবে।

Advertisements

আর এই বৈঠকেই বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। করোনার প্রথম পর্যায়েও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্প গত বছর নভেম্বর মাস পর্যন্ত চালিয়ে বন্ধ করে দেয় কেন্দ্র। আর এবার পুনরায় সেই প্রকল্প চালু করতে দেখা গেল কেন্দ্রকে।

Advertisements

[aaroporuntag]
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে মে এবং জুন মাসে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। দরিদ্রসীমার নিচে থাকা দেশের সমস্ত নাগরিকরা এই প্রকল্পের আওতায় ৫ কেজি করে খাদ্যশস্য পাবেন নিখরচায়। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৮০ কোটি মানুষ উপকৃত হবেন। প্রকল্পের জন্য কেন্দ্রের খরচ হবে ২৬ হাজার কোটি টাকা।

Advertisements