নিজস্ব প্রতিবেদন : হামেশাই পথদুর্ঘটনা খবর সামনে আসে। রাস্তা খারাপ, বেপরোয়াভাবে গাড়ি চালানো অথবা ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকে। পথ দুর্ঘটনা এবং পথ দুর্ঘটনায় মৃত্যু এখন যেন রোজকার ঘটনা হয়ে উঠেছে। এই রোজকার ঘটনার নিরিখে পথদুর্ঘটনায় মৃত্যুতে ভারত বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে।
পথদুর্ঘটনায় এবং পথ দুর্ঘটনায় মৃত্যু নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এমনই তথ্য পেশ করেছেন। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি লিখিতভাবে জানিয়েছেন, পথদুর্ঘটনায় ভারতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দুর্ঘটনায় আহত হওয়ার নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত।
এছাড়াও যে সকল তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, যে সকল দুর্ঘটনা ঘটে থাকে তার মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ওভারটেক করার কারণে দুর্ঘটনা হয়ে থাকে ২৪.৩ শতাংশ। এই কারণে ২০২০ সালে কত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ হাজার ২১৯ জনের।
৬০ শতাংশ পথ দুর্ঘটনার কারণ হলো অতিরিক্ত গতি। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং সেই কারণে দুর্ঘটনা ও সেই সকল দুর্ঘটনায় ২০২০ সালে মৃত্যুর সংখ্যা ৭৫ হাজার ৩৩৩ এবং আহতের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৭৩৬। বেশির ভাগ ক্ষেত্রেই এই সকল দুর্ঘটনায় দু’চাকার বাহনের দুর্ঘটনা ভয়ঙ্কর। দুর্ঘটনার ক্ষেত্রে ৪৩.৬ শতাংশ দু’চাকার আরোহীরা মারা গিয়েছেন অথবা জখম হয়েছেন।
২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, সারা বছরে দেশে মোট ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬টি দুর্ঘটনা ঘটেছে। এই এতসংখ্যক দুর্ঘটনার মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জনের। পাশাপাশি আহত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন। আর এই সকল পথ দুর্ঘটনার মৃতদের ৬৯ শতাংশের বয়স ১৮-৪৫ বছর বয়সের মধ্যে।