India: ভারত (India) এখন এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে, যা কেবল দেশের অর্থনীতিতে নয়, গোটা বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এক দশক আগে যে ভারত ছিল বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতি, সেই ভারতই আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সংস্থা জেফেরিজের সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে, ভারত খুব শীঘ্রই চীনকে ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়ে উঠবে।
ভারতের (India) এই অগ্রগতির মূলে রয়েছে মোদী সরকারের একাধিক যুগান্তকারী পদক্ষেপ, যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঋণখেলাপি আইন, পণ্য ও পরিষেবা কর বা জিএসটি, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট বা RERA, এবং নোটবদলের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে। যদিও এসব পদক্ষেপ স্বল্পমেয়াদে কিছু সমস্যার সৃষ্টি করেছিল, দীর্ঘমেয়াদে এগুলো দেশের অর্থনীতির ভিতকে আরও মজবুত করেছে এবং বিশ্বের বিনিয়োগকারীদের কাছে ভারতের আকর্ষণ বাড়িয়েছে।
জেফেরিজের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার-পাঁচ বছরের মধ্যেই ভারতীয় (India) অর্থনীতি এক বিশাল মাইলফলক স্পর্শ করবে। ২০২৭ সালের মধ্যেই ভারত এমন এক অবস্থানে পৌঁছাবে যেখানে জাপান এবং জার্মানির মতো প্রযুক্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী দেশগুলোকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। এই প্রবৃদ্ধি ভারতের অর্থনীতিকে ৫ লক্ষ কোটি ডলারের সীমা ছাড়িয়ে নিয়ে যাবে এবং ২০৩০ সালের মধ্যে তা ১০ লক্ষ কোটি ডলারের বিশাল বাজারে পরিণত হবে।
আরও পড়ুন : IRCTC Tour Package: থাকা খাওয়ার চিন্তা, ৮৭৩ টাকার EMI-তে পুরি, অযোধ্যা সহ ৮ জায়গা ঘোরাবে IRCTC
ভারতের এই বিপুল অর্থনৈতিক সম্প্রসারণ শুধু দেশটির জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের লগ্নিকারীদের জন্য ভারতকে একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। বিশেষ করে যখন বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিগুলো মন্দার কবলে পড়ছে, তখন ভারতের অর্থনীতি চমকপ্রদ গতিতে এগিয়ে যাচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলো যখন প্রবৃদ্ধির সংকটে ভুগছে, ঠিক তখনই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬%-এরও বেশি হবে।
ভারতের এই দুর্দান্ত অগ্রগতি নিঃসন্দেহে বিশ্বের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে নতুন করে আলোড়ন তুলবে। চীনের দীর্ঘদিনের প্রভাবিত বাজারের পাশে উঠে আসা ভারতের এই উত্থান শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক নতুন যুগের সূচনা করতে চলেছে। বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক শক্তিগুলোর তালিকায় ভারত এখন কেবলমাত্র একটি প্রতিযোগী নয়, বরং একটি সম্ভাবনাময় মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।