Weapons: যুদ্ধ কি তবে আসন্ন, দেশ বাঁচাতে কয়েক হাজার কোটি টাকার অস্ত্র কিনতে চলেছে ভারত

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Weapons: অস্ত্র ভান্ডার বৃদ্ধি করতে চায় নরেন্দ্র মোদি, দেশ বাঁচাতে কয়েক কোটি টাকার অস্ত্র কিনতে চলেছে ভারত। ভারতের শত্রুর সংখ্যা নেহাত কম নয়। যখন তখন ভারতের উপর হামলা চালানোর জন্য অপেক্ষা করছে কয়েকটা দেশ। তাই প্রতিরক্ষা ব্যবস্থা সব সময়ের জন্যই মজবুত রাখতে হয় ভারতকে। প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে নতুন করে অস্ত্র কেনার কথা ভাবছে ভারত সরকার। নতুন করে আরো প্রায় ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার অস্ত্র (Weapons) কেনার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কেনা হবে আরো বেশ কিছু উন্নত প্রযুক্তিও। ভারতীয় সেনাবাহিনী অনেক বেশি উপকৃত হবে এই যন্ত্রপাতিগুলির ব্যাবহারে।

Advertisements

ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় কমিটির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে নতুন করে অস্ত্র (Weapons) কেনার সিদ্ধান্ত গ্রহণের কথা ঘোষণা করেছে ভারত সরকার। হামলার হাত থেকে বাঁচতে দেশের অস্ত্র ভান্ডার আরও বেশি মজবুত করার প্রয়োজনীয়তা অনুভব করছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুভূতি থেকেই নতুন অর্থ কেনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advertisements

নতুন অস্ত্র কেনা হবে সমগ্র ভারতীয় সেনাবাহিনীর জন্য। স্থল, জল এবং বায়ু তিনটি বিভাগের জন্যই থাকবে নতুন অস্ত্র (Weapons)। এছাড়াও ভারত সরকারের অন্তর্গত উপকূল রক্ষী বাহিনীর জন্যও অস্ত্র কিনবে সরকার। প্রায় ১০ টি জিনিসের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় বিশেষ উল্লেখযোগ্যভাবে রয়েছে ভবিষ্যতের জন্য কেনা একটি যুদ্ধ যান। ফিউচার রেডি কামব্যাট ভেহিকেলস বা এফআরসিবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি এই যুদ্ধযানটি ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমুল পরিবর্তন নিয়ে আসতে পারে বলে দাবি করছে বিশেষজ্ঞরা।

Advertisements

আরো পড়ুন: সেনা বা অর্থনীতিতে ভারতের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কোন দেশ, বাংলাদেশ নাকি পাকিস্তান

নতুন এই যুদ্ধ যানের ভিতরে ঢুকলে মনে হতে পারে কোন হাই কনফিগারেশন যুক্ত গেমিং সিস্টেমের ভিতরে ঢুকে পড়েছেন। ৩৬০ ডিগ্রি ভিসনের সুবিধা প্রদান করার উদ্দেশ্যে গোটা ট্যাঙ্ক জুড়ে লাগানো রয়েছে বড় বড় টাচ্ স্ক্রিন। ভিডিও গেমের মতন এই যুদ্ধযানটিকেও নিয়ন্ত্রণ করা যাবে কন্ট্রোলারের সাহায্যে। মাত্র তিনজন সেনাই এই যুদ্ধযান নিয়ন্ত্রণ করতে পারবেন। এরকম ১৭৭০ টি এফআরসিবি বা যুদ্ধযান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই কাজে আনুমানিক খরচ পড়তে পারে ৬০ হাজার কোটি টাকা।

ভারতীয় সেনাবাহিনী অনেক দিন ধরেই এমন একটি ট্যাংক চাইছিল যা যেকোনো পরিস্থিতিতে যে কোন বিপর্যয়ের মোকাবেলা করতে সক্ষম। বিশেষজ্ঞদের মধ্যে এফআরসিবি সেই ধরনেরই একটি ট্যাঙ্ক। এই ট্যাংকটি ন্যূনতম -৩০ ডিগ্রী সেলসিয়াস থেকে উর্ধে ৫০ ডিগ্রি সেলসিয়াস এরও বেশি তাপমাত্রায় সমান দক্ষতায় কাজ করতে পারবে। পাহাড় মরুভূমি যে কোন এলাকায় এই ট্যাংক বসানো সম্ভব। দিন হোক বা রাত সব সময় সমান ভাবে কাজ করতে পারবে এই ট্যাঙ্কটি। এছাড়াও প্রায় ৭০-৮০ হাজার টাকার অস্ত্র (Weapons) কিনতে চলেছে ভারত সরকার। সব মিলে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয়ে উঠতে চলেছে।

Advertisements