ইতিহাস গড়লো ভারত, একটি নয়, দেশে এলো জোড়া অস্কার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে ভারতের কোন সিনেমা পেল অস্কার (Oscars)। এর আগে বহুবার অনেক সিনেমা অস্কারের জন্য মনোনীত হলেও দোরগোড়া থেকে ঘুরে আসতে হয়েছে। প্রতিবছর এই আক্ষেপের ছবি নতুন কিছু নয়। তবে আক্ষেপের সেই ছবি বদলে গেল ২০২৩ সালে (Oscars 2023)।

Advertisements

যেখানে অন্যান্য বছর অস্কারের দৌড়ে ভারতীয় ছবি এবং অন্যান্য বিভাগ দৌড়ালেও ফাঁকা হাতে ঘুরে আসতে হয়, সেই জায়গায় যখন ভারতের কপাল খুলল তখন একসঙ্গে দুটি অস্কার এলো। একসঙ্গে দুটি অস্কারের প্রাপ্তি ভারতের কাছে যেমন গর্বের সেই রকমই মাত্র কয়েক ঘণ্টায় রচিত হলো ইতিহাস।

Advertisements

প্রথম কোন ভারতীয় ছবি হিসাবে এদিন অস্কার পেল ভারতীয় তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers)। কার্তিকী গনসালভেস এবং গুনিত মোঙ্গার এই ছবিটি দেখানো হয়েছিল নেটফ্লিক্সে। অস্কারের জন্য মনোনীত হওয়ার পর বিশ্বের বাঘা বাঘা ছবিদের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত অস্কার জিতে নিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এই ছবির অস্কার জয় ভারতের জন্য ইতিহাস তৈরি করা।

Advertisements

অস্কার জয়ী প্রথম ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ৪১ মিনিটের একটি তথ্যচিত্র। যেখানে রয়েছে তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভের এক পরিবারের গল্প। যারা দুটি অনাথ হাতিকে দত্তক নিয়েছিলেন। কার্তিকীর এটাই ছিল প্রথম ছবি।

ভারতে দ্বিতীয় অস্কার এলো RRR সিনেমার নাটু নাটু গানের হাত ধরে। সেরা মৌলিক গানের বিভাগে একজন ভারতীয় এবং ভারতের মৌলিক গান হিসাবে নাটু নাটু অস্কার জিতে নিল। এম এম কীরাবাণী, যিনি ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে, সেই পরিচালকই আজ ভারতের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করলেন।

Advertisements