বিশ্বের চতুর্থ বৃহত্‍ অর্থনীতির দেশ হতে চলেছে ভারত, বলছে ব্রিটেনের সমীক্ষা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায়ই সুর চড়া করছে কেন্দ্রের বিরোধী দলগুলি। দেশের জিডিপির বৃদ্ধির হার তলানিতে নেমে ৪.৫ শতাংশে ঠেকেছে।বিনিয়োগের হ্রাস ও বেকারত্ব নিয়ে সরব বিরোধীরা। সাধারণ মানুষের মধ্যেও এনিয়ে নিয়ে শোরগোল পরে গিয়েছে। ভারতের জিডিপি এখন নিম্নমুখী।

Advertisements

Advertisements

কিন্তু এমন পরিস্থিতিতে এক সমীক্ষায় দেখা যাচ্ছে ২০২৬ সালে আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত ছাড়িয়ে যাবে বিশ্বের বিলাসবহুল দেশ জার্মানিকে! হ্যাঁ, এরকমই কিছু সমীক্ষা করেছে ব্রিটেনের একটি সংস্থা সেন্টার ফর ইকোনমিক রিসার্চ অ্যান্ড বিজনেস রিসার্চ বা CEBR। শুধু এই টুকুই নয়, এই সংস্থার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০৩৪ সালে বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপানকেও ছাপিয়ে যাবে ভারত ও পরিণত হবে দুনিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে। তবে ওই সংস্থার তরফ থেকে বলা হয়েছে ২০১৯ সালেই ভারত অর্থনীতির দিক থেকে ব্রিটেন এবং ফ্রান্সকে টপকে পরিণত হয়েছে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশে। কিন্তু চতুর্থ স্থানে পৌঁছাতে ভারতের ২০২৬ সাল পর্যন্ত সময় লাগবে।

Advertisements

ভারতের কেন্দ্র সরকার হিসেব দিয়েছে যে ২০২৪ সাল নাগাদ ভারতের অর্থনীতি হবে ৫ ট্রিলিয়ন ডলারে। কিন্তু ব্রিটেনের এই সংস্থার মতে তা হবে ২০২৬ সাল নাগাদ।

Advertisements