কেন্দ্রের নতুন উদ্যোগ, বৈদ্যুতিক হাইওয়ে তৈরীর ভাবনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিদ্যুতের সাহায্যে ট্রেন চলে এটা কারোর অজানা নয়। আর এই পদ্ধতিকে অনুসরণ করেই ভারতে বৈদ্যুতিক হাইওয়ে তৈরীর চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। শুক্রবার এমনই অভিনব উদ্যোগের কথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকড়ি।

Advertisements

তিনি জানান, ইতিমধ্যেই একটি বিদেশী সংস্থার সঙ্গে বৈদ্যুতিক হাইওয়ে নির্মাণের পরিপ্রেক্ষিতে আলোচনা চলছে। এই প্রকল্প হল সরকারের স্বপ্নের প্রকল্প। জানা যাচ্ছে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত একটি বৈদ্যুতিক হাইওয়ে তৈরীর চিন্তা ভাবনা করছে কেন্দ্র। পাশাপাশি জানা যাচ্ছে এই পরিকল্পনা সফল হলে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে আরেকটি বৈদ্যুতিক হাইয়েও নির্মিত হতে পারে। এই বিষয়ে সুইডেনের একটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

Advertisements

বৈদ্যুতিক হাইওয়ে আসলে কি?

Advertisements

ট্রেন চলাচলের ক্ষেত্রে যেমন ট্রেন লাইনের উপর দিয়ে বিদ্যুতের তার থাকে সেই রকমই এই বৈদ্যুতিক হাইওয়েতে রাস্তার উপর দিয়ে থাকবে বিদ্যুতের তার। এই সকল হাইওয়ে দিয়ে যাওয়া গাড়ি হবে বিশেষ ধরনের এবং সেগুলি বিদ্যুতের মাধ্যমে যাতায়াত করবে। গাড়িগুলির ক্ষেত্রে থাকবে ট্রেনের মতোই প্লাই। এর মাধ্যমেই হবে বিদ্যুৎ সংগ্রহ।

কেন্দ্রের এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে যানবাহনের গতি বৃদ্ধি পাবে, পাশাপাশি পরিবেশ দূষণ কমবে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দ্রব্যমূল্য বৃদ্ধির গ্রাফের দিকে তাকিয়ে এই উদ্যোগ দেশে পরিবহনের ক্ষেত্রে বিপ্লব আনতে পারে।

বৈদ্যুতিক এই হাইওয়ে নির্মাণের পর এইসকল হাইওয়েতে যে সকল গাড়ি চলবে সেগুলি বিশেষভাবে তৈরি যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক। ভবিষ্যতের দিকে তাকিয়ে কেন্দ্র সরকার এই ধরনের বৈদ্যুতিক হাইওয়ে নির্মাণের পরিকল্পনা এখন থেকেই গ্রহণ করছে।

Advertisements