মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন, Post Office-এ চাকরির সুবর্ণ সুযোগ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরিপ্রার্থী, বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাশ, তাদের সামনেও এবার চাকরির আবেদনের সুবর্ণ সুযোগ এনে দিলো ভারতীয় ডাকঘর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরাও চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Advertisements

Post Office-এর তরফ থেকে গ্রামীণ ডাক সেবক সহ ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্টটেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে ৬৩৪ শূন্যপদের ঘোষণা করা হয়েছে। হিমাচল প্রদেশ পোস্টাল সার্কেলে এই নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা ৭ অক্টোবর ২০২০ থেকে ৬ নভেম্বর ২০২০-র মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisements

বেতন : গ্রামীণ ডাক সেবকদের বেতন ১০,০০০ টাকা, ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের বেতন ১৪,৫০০ টাকা এবং অ্যাসিস্টটেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের বেতন ১২,০০০ টাকা।

Advertisements

শিক্ষাগত যোগ্যতা : যে কোন সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ। অংক, ইংরেজিতে পটু এবং স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যিক।

হিন্দি ভাষা জানতে হবে চাকরিপ্রার্থীদের। এর পাশাপাশি কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকার পাশাপাশি কম্পিউটারের বেসিক কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যিক। তবে যে সকল পরীক্ষার্থীরা অথবা দ্বাদশ শ্রেণী কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন তাদের সার্টিফিকেট লাগবে না।

বয়স : ২২ জুন ২০২০ সালে বয়স হতে হবে ১৮ থেকে ৪০। তবে সংরক্ষিত ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি এবং অন্যান্য তথ্য : ইচ্ছুক চাঁদনী পরীক্ষার্থীরা appost.in অথবা appost.in/gdsonline ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।

Advertisements