মাধ্যমিক পাশ হলেই চাকরি, সুযোগ করে দিচ্ছে Post Office

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরির (Job News) জন্য প্রতিটি যুবক-যুবতী মুখিয়ে থাকেন। আসলে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়েই তারা চাকরির জন্য ছোটাছুটি করেন। কিন্তু প্রশ্ন থেকে যায় যখন দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বহু যুবক-যুবতীদের হতাশ হতেও দেখা যাচ্ছে। তবে এবার পোস্ট অফিসের (Post Office) তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ করে দেওয়া হল।

Advertisements

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে সম্প্রতি নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন শূন্য পদে ৫৮ জনকে নিয়োগ করা হবে। ভারতীয় ডাক বিভাগ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল বিভাগে গাড়ির চালক পদে নিয়োগ করার বিষয়ে জানানো হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই এই সকল শূন্য পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারির পাশাপাশি আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে চান তাদের হাতে ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে।

Advertisements

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা পাঁচ বছর অতিরিক্ত সময় পাবেন। অন্যদিকে যারা সরকারি কর্মী হিসেবে কাজ করছেন তারা আবেদন করার ক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয়েছে, আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অন্য কোথাও কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও গাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার হিসাবে কাজ করে থাকা চাকরি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

নিয়োগ হওয়ার পর বেতন হবে ১৯৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা। আবেদন করার জন্য আবেদনকারীদের ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং তা পূরণ করে পাঠিয়ে দিতে হবে সিনিয়র ম্যানেজর(জেএজি), মেইল মোটর সার্ভিস নং 37, গ্রিমস রোড, চেন্নাই 600006-এই ঠিকানায়।

Advertisements