নিজস্ব প্রতিবেদন : লকডাউন পরিস্থিতিতে বিমার প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়ালো ভারতীয় ডাক বিভাগ। আরডি, পিপিএফ, এসএস অ্যাকাউন্টের গ্রাহকরা চলতি অর্থবছরে (২০১৯-২০) এবং এপ্রিল মাসের (যদি হয়ে থাকে) কোন নির্ধারিত বকেয়া টাকা আগামী ৩০শে জুন পর্যন্ত নিজের অ্যাকাউন্টে দিতে পারবেন। এর জন্য কোনো জরিমানা বা রিভাইভ্যাল ফি অর্থাৎ বাড়তি টাকা লাগবে না।
করোনা ভাইরাস ভাইরাস রুখতে দেশব্যাপী চলছে লকডাউন। ফলে অনেক সঞ্চয়কারী তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেননি সেই কারণেই অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্ত। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে একের পর এক নির্দেশিকা জারি করতে হয়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। সেই কারণে অনেকেই বিমার প্রিমিয়াম জমা দিতে পারছেন না।
ডাক বিভাগ ঘোষণা করেছে, সমস্ত পিএল আই, আরপিএলআই, গ্ৰাহকদের সুবিধার্থে পোস্টাল জীবন বিমা বিভাগ কোনরকম জরিমানা ছাড়াই ২০২০ সালের মার্চ, এপ্রিল মাস নির্ধারিত প্রিমিয়াম জমা করার সময়সীমা আগামী ৩০ জন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গত মার্চ থেকে ৬৪.৬২ লক্ষ পিএলআই এবং ২.৫ লক্ষ আরপিএলআই পলিসি কার্যকর রয়েছে।
পিএলআইয়ের সুবিধা সাধারণত সরকারি এবং আধাসরকারি সংস্থার কর্মীরা পান।
অন্যদিকে আরপিএলআই প্রকল্পটির সুবিধা গ্ৰামের মানুষেরা পেয়ে থাকেন। বিশেষ করে গ্ৰামীণ অঞ্চলের অল্প আয়ের মানুষ এবং মহিলারা এই সুবিধা পেয়ে থাকেন।
পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল দপ্তর থেকেও এই কথা জানানো হয়েছে, যে গ্ৰাহকরা তাদের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে মার্চ মে মাসের কিস্তির টাকা ৩০ শে জুন পর্যন্ত দিতে পারবেন এবং তারজন্য কোন রিভাইভ্যাল ফি (ডিফল্ট) দিতে হবে না।
ভারতীয় ডাক বিভাগের এই সিদ্ধান্তে দেশের অল্প আয়ের মানুষের এই সময়ে কিছুটা চাপমুক্ত করবে।