মাধ্যমিক পাসেই পোস্ট অফিসে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদন : পড়াশোনা করে প্রতিটি যুবক-যুবতী নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য সরকারি চাকরি পেতে মুখিয়ে থাকেন। আর এবার তেমনই এক সুবর্ণ সুযোগ করে দিল পোস্ট অফিস। কেবলমাত্র মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস থাকলে এবং সাইকেল চালাতে জানলেই ভারতীয় ডাক বিভাগে চাকরির সুবর্ণ সুযোগ।

গ্রামীণ ডাক সেবকের একাধিক পদে নিয়োগের জন্য ভারতীয় ডাক বিভাগ এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে ৪৩৬৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই সকল শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এবং অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাশ নম্বর থাকতেই হবে।

পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীর থাকতে হবে যে কোনো স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ দিনের প্রশিক্ষণ সার্টিফিকেট। পাশাপাশি আবেদনকারীকে সাইকেল অথবা মোটরসাইকেল চালানো জানতে হবে।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়সসীমা হিসেবে জানানো হয়েছে, ২৭ এপ্রিল ২০২১ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত আসনের ক্ষেত্রে আবেদনকারীরা নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন হিসাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের পর নিযুক্তরা মাসিক ১০০০০ থেকে ১৪৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পরে আরও বেতন বাড়বে। তবে গ্রেড পে কত হবে তা এখনও জানানো হয়নি।

[aaroporuntag]
আবেদন করার জন্য আবেদনকারীদের https://indiapostgdsonline.in ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন করতে হবে। বর্তমানে যে বিজ্ঞপ্তি বের হয়েছে তাতে জানানো হয়েছে বিহার সার্কেলের জন্য ১৯৪০ এবং মহারাষ্ট্র সার্কেলের জন্য ২৪২৮ শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন করার শেষ সময়সীমা হলো ২৬ মে।