নিজস্ব প্রতিবেদন : ৫২২২টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই শূন্যপদগুলি হল ডাক সেবকের পদ। এই ডাক সেবকের পদে নিয়োগের আবেদন নেওয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনেই। মোট ৫২২২টি শূন্যপদের মধ্যে ওড়িশা সার্কেলে রয়েছে ২০৬০টি এবং তামিলনাড়ু সার্কেলে রয়েছে ৩১৬২টি। এর পাশাপাশি ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই সকল পদেও নিয়োগ হবে।
এই সকল শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে।
আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের বেসিক সার্টিফিকেট থাকা আবশ্যিক। ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স সার্টিফিকেট প্রয়োজন।
অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapost.gov.in লগইন করতে হবে। এখানে আরও বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। নিয়োগের পর মাসিক বেতন ন্যূনতম ১২ হাজার টাকা, পাশাপাশি রয়েছে আনুষাঙ্গিক ভাতা।