অষ্টম শ্রেণী পাশ হলেই করা যাবে আবেদন, পোস্ট অফিসে চাকরির সুযোগ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের প্রশিক্ষিত কারিগর বা Skilled Artisan শূন্য পদে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এর আগেও ২০১৮ সালে করা হয়েছিল, যার অঙ্গ হিসাবে আবার পুনরায় তা করা হয়েছে। পূর্বে যারা এই পদের জন্য আবেদন করে রেখেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নতুন যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তারা আগামী ৩ নভেম্বরের মধ্যে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।

Advertisements

এম্প্লয়মেন্ট নিউজ-এর খবর অনুযায়ী, এ সকল পদের জন্য মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৯ টি। যার মধ্যে মোটর ভেহিক্যাল মেকানিকে ৮টি, মোটর ভেহিক্যাল ইলেকট্রিকে ৪টি, ব্ল্যাকস্মিথে ২টি, টায়ারম্যান হিসাবে ২টি, পেইন্টার, আপহোল্ডার, কার্পেন্টার অ্যান্ড জয়েনার পদে ১টি করে।

Advertisements

আবেদনকারীর বয়স ০১.০৭.২০১৮ তারিখ অনুসারে হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি এবং প্রাক্তন সেনা কর্মীরা আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।

Advertisements

আবেদনকারীকে ন্যূনতম এইট পাস হতে হবে এবং সরকার স্বীকৃত টেকনিক্যাল ট্রেড অথবা সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে যে সকল চাকরি প্রার্থীরা মোটর ভেহিক্যাল মেকানিক পদের জন্য আবেদন করেন তাদের হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকাটা আবশ্যিক।

এই সকল পদে আবেদন কারীদের নির্দিষ্ট ফরমেটে ফরম ফিলাপ করার পর সেই ফর্ম ৩ নভেম্বর বিকাল পাঁচটার মধ্যে পাঠাতে হবে ‘Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata 700015’ ঠিকানায়।

Advertisements