পোস্ট অফিসের চাকরি নিয়ে চলছে প্রতারণা, সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে দিন দিন বেড়ে চলেছে প্রতারণার ঘটনা। কখনো ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার শিকার হতে হচ্ছে, কখনো কেনাকাটায়, আর এবার প্রতারণাচক্র আরও সক্রিয় হয়েছে চাকরি প্রার্থীদের প্রতারণা জালে ফেলতে। আর এনিয়েই এবার ভারতীয় ডাক বিভাগকে সতর্ক করতে দেখা গেল। কিন্তু কি এমন ঘটনা ঘটছে যাতে করে ভারতীয় ডাক বিভাগকে এমন সতর্ক করতে দেখা গেল!

Advertisements

Advertisements

ভারতীয় ডাক বিভাগ ইতিমধ্যেই উত্তর ভারত ও পশ্চিম ভারত সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন অভিযোগ পেয়েছে যা শুনে তারা নিজেরাই তাজ্জব বনে গেছেন। অভিযোগ আসছে, বিভিন্ন প্রতারণা চক্র থেকে চাকরিপ্রার্থীদের কাছে ফোন আসছে পোস্ট অফিসে চাকরি করে দেওয়ার বিষয়ে। যেখানে চাকরির পরিবর্তে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। দেখা গিয়েছে ইতিমধ্যেই অনেকে এই টাকা দিয়েও দিয়েছেন। আর এমন ভুরি ভুরি অভিযোগ পেয়ে এবার নড়েচড়ে বসল ভারতীয় ডাক বিভাগ।

Advertisements

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, “ভারতীয় ডাকের তরফে কাউকে ফোন বা এসএমএস করে চাকরি পাওয়ার জন্য টাকা জমা দেওয়ার কথা বলা হয় না। এই ধরনের ফোন কল ও এসএমএস এড়িয়ে চলুন। প্রয়োজনে প্রশাসনে অভিযোগ জানান।”

কিন্তু এখানেও একটা প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে কেন ভারতীয় ডাক বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র গড়ে উঠলো? সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিভিন্ন রাজ্যে গ্রামীণ সেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি জারির পর ফরম ফিলাপ করছেন চাকরি প্রার্থীরা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে প্রতারণা চক্র।

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে, ভারতীয় ডাক বিভাগ যদি কোন চাকরি প্রার্থীকে ইমেল অথবা এসএমএস করে থাকে তাহলে তা সম্পূর্ণ একটি পদ্ধতি মেনে করা হবে। সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল সিস্টেম থেকে এগুলি করা হবে।

Advertisements