দিনে গড়ে ২৭ কোটি টাকা দান, প্রথম প্রেমজি, বাকি ৯ দাতাদের তালিকা

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : ২০২০-২১ অর্থবর্ষে ভারতের সমাজসেবী বিলিয়নেয়ারদের তালিকায় কারা কারা ঢুকলেন আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisements

উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি যিনি পুনরায় এবারও ভারতের সমাজসেবী বিলিওনেয়ারদের মধ্যে সর্বোচ্চ অঙ্কের অর্থ দান করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছেন তিনি।চলতি অর্থবর্ষে মোট ৯৭১৩ কোটি টাকা মূল্যের অনুদান দিয়েছেন তিনি যা ৩৬৫ দিনের হিসেবে দিনে ২৭ কোটি টাকা দাঁড়ায়। এত বিপুল পরিমাণ অর্থ অনুদান করে তিনি সর্বপ্রথম স্থান করে নিয়েছেন।

Advertisements

EdelGive Hurun India Philanthropy List 2021 আজিম প্রেমজি তাঁর অনুদানের পরিমাণ ২৩ শতাংশ বৃদ্ধি করেছেন। এই বিশাল পরিমাণ টাকা প্রধানত দশটি রাজ্যে টিকাকরণের উদ্যেশ্যে তিনি দান করেছেন। তার সাথে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রয়োজনে আরো বাড়াবেন সেই টাকার পরিমাণ।

Advertisements

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যাঁর দানের অর্থের পরিমাণ ১২৬৩ কোটি টাকা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৫৭৭ কোটি টাকা দান করে ওই তালিকায় তৃতীয় স্থান অধিকার করে নিয়েছেন।

কুমার মঙ্গলম বিড়লা গত অর্থবর্ষে ৩৭৭ কোটি টাকা অনুদানের খাতে দান করে চতুর্থ স্থানে রয়েছেন।

নন্দন নিলেকানি যিনি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা বার্ষিক ১৮৩ কোটি টাকা দান করে পঞ্চম স্থানে রয়েছেন। অপরদিকে ষষ্ঠ স্থান অধিকার করেছেন হিন্দুজা পরিবার ১৬৬ কোটি টাকা দান করে।

বাজাজ পরিবারের তরফ থেকে ১৩৬ কোটি টাকা দান করে সপ্তম স্থান অর্জন করে নিয়েছেন।

গৌতম আদানি ও অনিল আগরওয়াল দুজনে একত্রভাবে মোট ১৩০ কোটি টাকা দান করে অষ্টম স্থান নিজেদের দখলে করে নিয়েছেন।

বিখ্যাত ডাবর গ্রুপের বর্মন পরিবার দশম স্থানে রয়েছেন ১১৪ কোটি টাকা অনুদানের মাধ্যমে। অন্যদিকে এ এম নায়েক, লারসেন অ্যান্ড টারবোর প্রাক্তন চেয়ারম্যান ১১ তম স্থান ছিনিয়ে নিয়েছেন ১১২ কোটি টাকা দানের দ্বারা।

গত অর্থবর্ষে শেয়ার মার্কেটের বিনিয়োগকারী প্রকাশ ঝুনঝুনওয়ালা এই তালিকায় ৫০ কোটি টাকা দান করে পরের স্থানে রয়েছেন।

Advertisements