চাপে চীন, ভারতের হাতে আসছে MH-60R মার্কিন হেলিকপ্টার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত মহাসাগরে যেভাবে চিন অনুপ্রবেশ করছে আর সাবমেরিন পাঠিয়ে খবরদারি করছে তা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ভারতের কাছে। তবে এবার এই চিন্তার দিন এখন শেষ। খুব শীঘ্রই ভারতের হাতে এমন এক জিনিস আসতে চলেছে যার ফলে শুধু চিন, পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে পারবে ভারত। এমনই এক শক্তিশালী হেলিকপ্টার আসতে চলেছে ভারতের হাতে, যে আমাদের দেশ অনেক বেশি উন্নত হয়ে উঠবে আগামী দিনে।

Advertisements

শক্তিশালী হচ্ছে আমাদের দেশ ভারত।প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল উন্নতির পথে ভারত। হ্যাঁ, খুব শীঘ্রই সাবমেরিন ধ্বংসকারী MH-60R হেলিকপ্টার পেতে চলেছে ভারতীয় নৌবাহিনী। এই হেলিকপ্টারগুলির বিশেষত্ব কী জানেন তো?

Advertisements

শত্রুপক্ষের সাবমেরিন জলের যত গভীরেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিকেশ করে দেবে এই হেলিকপ্টার। মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সাথে এর মধ্যেই ৯০ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করে ফেলেছে ভারত‌। এই চুক্তির আওতাতে মোট ২৪ টি MH-60R হেলিকপ্টার কেনা হবে। তার মধ্যে কতগুলি হেলিকপ্টার আগামী বছর শুরুর দিকেই পাওয়া যাবে। এটি ভারতের জন্য এবং ভারতের প্রতিটি নাগরিকের জন্য একটি গর্বের সংবাদ। এই হেলিকপ্টারের ফলে খুব সহজেই চীন ও পাকিস্তানকে হারানো যাবে নৌযুদ্ধে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে এই হেলিকপ্টারগুলি কেনার জন্য মার্কিন সরকারের সাথে ভারত সরকারের একটি চুক্তির কথা ঘোষণা হয়। আর সেই চুক্তি এতদিনে স্বাক্ষরিত হলো।

Advertisements