পিছিয়ে গেল ভারত শ্রীলঙ্কা সিরিজ, ঘোষণা হল নয়া দিনক্ষণ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনাকালে খেলাধুলা ক্ষেত্রে বিধিনিষেধ জারি হওয়ার কারণে ভারতের একাধিক জনপ্রিয় লিগ বাতিল হয়েছে। স্বভাবতই ক্রীড়াপ্রেমীরা অস্বস্তির মধ্যে রয়েছেন। তবে এরই মাঝে আশার আলো দেখাচ্ছিলো আগামী ১৩ই জুলাই থেকে ভারত শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজও পিছিয়ে গেল এই করোনার কারণেই। এই সিরিজ শুরু হওয়া নিয়ে নয়া দিনক্ষণ ঘোষণা করলো বিসিসিআই।

Advertisements

Advertisements

ভারত শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়া নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর শনিবার বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দেন, আগামী ১৩ই জুলাই ভারত শ্রীলঙ্কা সিরিজ শুরু হচ্ছে না। পরিবর্তে এই সিরিজ শুরু হবে আগামী ১৮ই জুলাই। সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন তিনি। পরে সরকারিভাবে নতুন সূচি প্রকাশ করা হয়।

Advertisements

নতুন সূচি অনুযায়ী জানানো হয়েছে দুই দেশের মধ্যে প্রথম ওয়ানডে হবে ১৮ই জুলাই। বাকি দুটি ওয়ানডে হবে ২০ এবং ২৩ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচের পরিবর্তিত সূচি হিসাবে জানানো হয়েছে ২৫, ২৭ এবং ২৯ জুলাই টি-টোয়েন্টি ম্যাচগুলি খেলা হবে।

Advertisements