সরকারের কোষাগারে ৯০ হাজার কোটি! এত টাকা এলো কোত্থেকে!

আপনার হাতে থাকা একটা স্মার্টফোন ভারতকে কোন জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে জানেন? বিশ্ব স্মার্টফোনের বাজারে আপনাদের এই ছোট্ট অবদান তৈরি করছে যেন এক মহা সিন্ধু। ধীরে ধীরে স্মার্টফোনের বাজারে রাজা হয়ে উঠতে চলেছে ভারত। বর্তমানে স্মার্টফোন রপ্তানিতে যে অর্থ ভারতের কোষাগারে এসেছে, তা শুনলেও আপনার মাথা ঘুরে যেতে পারে । স্মার্ট ফোন রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ ঘরে তুলেছে ভারত। তবে পথ চলা বাকি রয়েছে এখনও।

এমনিতেই বহু ক্ষেত্রে রপ্তানির দিকে স্থান দখল করে রয়েছে ভারত। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকে বহির্বিশ্বের দেশ গুলি। সেই তালিকায় নবতম সংযোজন স্মার্টফোন। ভারতের বাজারে স্মার্টফোনের বিশাল মার্কেট রয়েছে। তবে স্মার্ট ফোন রপ্তানিতেও পিছিয়ে নেই নরেন্দ্র মোদীর দেশ। স্মার্টফোন রপ্তানি করে বিপুল অংকের লাভ দেখতে পাচ্ছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এন্ড টেলিকম মন্ত্রক। আগামী কয়েক বছরের মধ্যে এই রপ্তানির পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে দিয়েছেন স্মার্টফোন রপ্তানিতে ঘরে তোলা অর্থের খতিয়ান। যা জানলে জানবে বুঝতে পারবেন স্মার্টফোন রপ্তানিতে কোথায় পৌঁছে গিয়েছে এই দেশ।

মোবাইল ফোনের দুনিয়ায় খুব শীঘ্রই বিশ্বনেতা হয়ে উঠবে ভারত। এই নিয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। বুধবার তিনি বলেছেন, ভারতের স্মার্ট ফোন রফতানি সম্প্রতি দ্বিগুণ হয়েছে। প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯০ হাজার ১৪২ কোটি টাকা) পৌঁছেছে ভারতের স্মার্ট ফোন রফতানি। এইভাবে মোবাইল দুনিয়ায় নেতা হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ভারত। একটি বিবৃতিতে বৈষ্ণব জানিয়েছেন, “বিদেশে স্মার্টফোন রফতানি দ্বিগুণ হয়ে ১১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মোবাইল ফোনের বাজারে বিশ্বনেতা হওয়ার পথে ভারত। ভারতের ইলেকট্রনিক সরঞ্জাম রফতানিতে এটি বড় ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের জন্য এটা একটা বড় জয়।”

ICEA- তথ্য় অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে মোবাইল রফতানি বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে অ্য়াপল। আর বেশি পরিমাণে মোবাইল রফতানি করা হয়ে থাকে সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকা, নেদারল্যান্ডস, ব্রিটেন ও ইটালি। ICEA চেয়ারম্যান পঙ্কজ মহীন্দ্র বলেছেন, “বৃহৎ রফতানি ছাড়া কোনও দেশের অর্থনীতি বা অর্থনীতির কোনও ক্ষেত্র বিশ্ব অর্থনীতিতে জায়গা করে নিতে পারে না। ২০২২-২৩ অর্থবর্ষে মোবাইল ফোন রফতানি ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইলেকট্রনিক রফতানিও ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা। আর এটা অবশ্যই সন্তোষজনক বিষয় যে এই বছরের ৭৫ হাজার কোটি টাকার লক্ষ্য পূরণ করেছে।” এদিকে ইন্ডিয়া সেলুলার অ্য়ান্ড ইলেকট্রনিক্স অ্য়াসোসিয়েশন (ICEA)-র নথি অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ৯০ হাজার ১৮২ কোটি টাকার মোবাইল ফোন রফতানি করেছে ভারত। এর মধ্যে অর্ধেকের মতো অবদান রয়েছে আইফোন (iPhone) প্রস্তুতকারক সংস্থা অ্য়াপলের (Apple)। এদিকে ২০২১-২২ সালে এই মোবাইল রফতানির পরিমাণ ছিল ৪৫ হাজার কোটি টাকার।