Gold: সোনা নিয়ে সুখবর, UAE থেকে ১৬০০০০ কেজি হলুদ ধাতু আনছে ভারত

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ মাস কয়েক ধরেই দেশে সোনার (Gold) দাম হুড়মুড়িয়ে কমছে শুরু করেছে। মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে সোনার ওপর শুল্ক কমিয়ে দেওয়ার পরই দামে এমন পতন দেখা যায়। আর এসবের মধ্যেই এবার সোনা নিয়ে আরও একটি সুখবর পাওয়া গেল, যে সুখবর অনুযায়ী ভারত সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে ১৬০০০০ কেজি অর্থাৎ ১৬০ টন সোনা আমদানি করতে চলেছে।

Advertisements

সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১৬০ টন সোনা আমদানি করার বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষে স্বর্ণ ব্যবসায়ী এবং অলংকার নির্মাতারা ১৬০ টন সোনা আমদানি করবেন। এক্ষেত্রে সোনা আমদানির ক্ষেত্রে ভর্তুকি পাওয়া যাবে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০২২ সালের ১ মে।

Advertisements

সংযুক্ত আরব আমির শাহির সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ভর্তুকিযুক্ত হারে ভারত প্রতিবছর ২০০ টন পর্যন্ত সোনা আমদানি করতে পারবে। চুক্তির পরিপ্রেক্ষিতে গত বছর ১৪০ টন সোনা আমদানি করেছিল ভারত। আর এই বছর ভারত ১৬০ টন সোনা আমদানি করতে চলেছে। তবে সরকারি যে তথ্য রয়েছে সেই তথ্য থেকে জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষে এপ্রিল-জুলাইয়ের মধ্যে ভারতে সোনার আমদানি কমেছে। সোনার আমদানি ৪.২৩ শতাংশ কমে এখন হয়েছে ১২৬৪ কোটি ডলার।

Advertisements

আরও পড়ুন : Canara Bank Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে নতুন সুবিধা দেওয়া শুরু করল কানাড়া ব্যাঙ্ক, মিলবে দুর্দান্ত সুদ

২০২২-২৩ অর্থবর্ষে ভারত সংযুক্ত আরব আমির সাহি থেকে ৩০০ কোটি ডলারের সোনা আমদানি করেছিল। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে সেই সোনার আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৭৬০ কোটি ডলার। আর এবার ভারত সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১৬০ টন সোনা আমদানি করবে বলে জানিয়েছে। যদিও ভারত কিন্তু সবচেয়ে বেশি সোনা আমদানি করে থাকে সুইজারল্যান্ড থেকে। ভারতে যে পরিমাণ সোনা আমদানি করা হয় তার ৪০ শতাংশ সোনা আমদানি করা হয় সুইজারল্যান্ড থেকেই।

ভর্তুকিযুক্ত শুল্ক হারের ক্ষেত্রে ট্যারিফ কোটার অধীনে এক শতাংশ শুল্ক ছাড় সহ সংযুক্ত আরব আমিরশাহী থেকে এই বিপুল পরিমাণ সোনা আমদানি করা হবে। এখন প্রশ্ন হল এর ফলে কি সোনার দাম কমবে? আপাতত ভারতের বাজারে প্রায় প্রতিদিনই সোনার দাম কমতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আগামী দিনে দেখার বিষয় সোনার দাম কোন জায়গায় পৌঁছায়।

Advertisements