নতুন করে গতিবিধি বাড়াচ্ছে চিন, নজরে শত্রুপক্ষের ৭ বায়ুসেনা ঘাঁটি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুন মাসের ঘটনার পর চিনের প্রতি ভারতের কড়া পদক্ষেপ শুরু হয়েছে। এর আগে পর্যন্ত ভারতের ছোট-বড় গতিবিধির উপর চীন সজাগ দৃষ্টি রাখলেও লাদাখের এই ঘটনায় বর্তমানে চরম সতর্ক ভারত। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে খবর এসেছে নতুন করে চিন তার গতিবিধি বাড়াতে শুরু করেছে। তারা মূলত ৭টি বায়ু সেনা ঘাঁটিতে এই গতিবিধি বাড়াচ্ছে। যার পরেই গোয়েন্দা সংস্থা ওই বিমান ঘাঁটিগুলির উপর কড়া নজরদারি চালাচ্ছে।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় সরকারের এক শীর্ষস্থানীয় সূত্র এপ্রসঙ্গে জানিয়েছেন, চিনের পিপলস লিবারেশন আর্মির বায়ুসেনা সম্প্রতি এই সকল বায়ুসেনা ঘাঁটিগুলিতে বিশেষ নজর দিতে শুরু করেছে। ঘাঁটিগুলিতে শক্তিশালী ছাউনি এবং রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করার দিকে নজর দেওয়া হচ্ছে এবং কাজ শুরু করেছে। পাশাপাশি এই বায়ুসেনা ঘাঁটিগুলিতে সেনা মোতায়েন করা হয়েছে।

Advertisements

কিন্তু প্রশ্ন হল কোন বায়ুসেনা ঘাঁটিগুলিতে চিন আবার তাদের কার্যকলাপ শুরু করলো? চীন নতুন করে তাদের গতিবিধি বাড়াতে শুরু করেছে লাদাখের উল্টো দিকে থাকা তিনটি বায়ু সেনা ঘাঁটি হোটান, গারগুনসা এবং কাশগর ঘাঁটিতে। এছাড়াও রয়েছে হুপিং, কংকা জং, লিনঝি ও পাঙ্গাট। আর এই সকল বায়ুসেনা ঘাঁটিতে বিশেষ নজরদারি শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

উন্নত প্রযুক্তির স্যাটেলাইটের মাধ্যমে এই সাতটি বায়ু সেনা ঘাঁটিতে নজর রাখা হচ্ছে। তবে এবার ভারতও চুপচাপ বসে নেই। চীনকে টেক্কা দিতে ভারতের তরফ থেকে সদ্য বিদেশ থেকে আনা রাফালকে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি সামরিক কপ্টার এবং লাদাখে নিজেদের নজরদারি চলছে।

Advertisements