নিজস্ব প্রতিবেদন : প্রবল জলস্রোতের মাঝে একখানি গাছ পেয়ে তাকে আঁকড়ে ধরে বাঁচার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। কোন রকম ভাবে হাত ফস্কে গেলেই আর কোন উপায় নেই। ডাঙ্গায় দাঁড়িয়ে নিরুপায় ভাবে অন্যান্যদের দেখা ছাড়া উপায়ও নেই। কারণ জলস্রোত এতটাই প্রবল ছিল যে সাধারণ মানুষের পক্ষে সেখানে নেমে ওই ব্যক্তিকে বাঁচানো অসম্ভব। তবে শেষমেষ প্রাণ বাঁচলো ওই ব্যক্তির।
ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে স্বয়ং ঈশ্বরের দূত হিসেবে সেখানে এসে হাজির হয় বায়ুসেনার হেলিকপ্টার। হাজার রকমের প্রচেষ্টা চলে ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য। এরপর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। আর এই উদ্ধারকার্য চলাকালীন অজস্র উৎসাহী মানুষ ভিড় জমান ওই জলস্রোতের ধারে। সোমবার সকালে ওই উদ্ধার কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এমন উদ্ধারকাজের ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুরের খুটাঘাট বাঁধে। প্রবল বৃষ্টির কারণে ওই ব্যক্তি ওই বাঁধের মধ্যে আটকে পড়েছিলেন। তারপর এক টুকরো পাথরের উপর থাকা একটি গাছকে আঁকড়ে ধরে সে বাঁচার প্রাণপণ চেষ্টা চালায়। প্রশাসনের তরফ থেকে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর বাধ্য হয়ে রাজ্য প্রশাসন বায়ুসেনা দ্বারস্থ হয়। এমত অবস্থায় দীর্ঘ ১৬ ঘন্টা এই ভাবে আটকে থাকার পর এদিন সকাল সাতটা নাগাদ বায়ুসেনার হেলিকপ্টার এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে।
#WATCH Indian Air Force (IAF) chopper today rescued a man at Khutaghat Dam near Bilaspur in Chhattisgarh. Due to heavy flow in the dam, IAF was requested to carry out a rescue operation: Dipanshu Kabra, IG Bilaspur Range (Video source-Bilaspur Police) pic.twitter.com/IaGddp2gt6
— ANI (@ANI) August 17, 2020
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন বহু মানুষ ওই বাঁধে বেড়াতে এসেছিলেন। যাদের মধ্যে কয়েকজন সাঁতার কাটতে নদীতে নামেন। এর মাঝেই জলস্রোত বেড়ে যাওয়ায় দুজন আর উপরে উঠতে পারেননি। ওই দুজনের মধ্যে একজন জলের স্রোতে ভেসে যান আর দ্বিতীয় জন এইভাবে গাছ ধরে আটকে থাকেন। এরপর স্থানীয় প্রশাসন খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করার কাজ চালায়। যদিও শেষমেশ তারা উদ্ধার করতে ব্যর্থ হলে বায়ুসেনার হেলিকপ্টারে এসে তাকে উদ্ধার। বায়ুসেনার এমন উদ্ধারকার্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।