রেল গেটে আটকে দোলে মাতলেন ভারতীয় জওয়ানরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বসন্ত উৎসব হোক অথবা দোল বা হোলি, হৈ-হুল্লোড়ের সাথে আমরা দিনটিকে পালন করে থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছি, যাঁরা আমাদের সুরক্ষায় চিরন্তন রয়েছেন তারা কি করছেন? সে কথা অবশ্য আমরা কখনো ভাবি, আবার কখনো হই হুল্লোড়ে মাঝে সেসব কথা ভুলে যেতে বসি। আসলে তাদেরও সখ থাকে নিজেদেরকে রাঙিয়ে দেওয়ার। আর সেই ছবি ধরা পরলো আজ বীরভূমের রাস্তায়।

Advertisements

দোলের দিন বোলপুর থেকে ভারতীয় সেনা জওয়ানদের আসা একটা গাড়ি হঠাৎ সোমবার সকালে রেলগেট পরে যাওয়ার কারণে দাঁড়িয়ে পরে সিউড়ি হাটজানবাজার এলাকায়। ঠিক সেসময় এক ছোট্ট শিশু হাতে রং হাতে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সেই ছোট্ট শিশুকে দেখে তাদের মনেও ইচ্ছা জাগে। কেন এই রং! সঙ্গে সঙ্গে ডাকেন ওই ছোট্ট শিশুকে। জিজ্ঞেস করেন হোলি তো কাল। ওই শিশু বলে, আজ এখানে দোল। আর তারপর….

Advertisements

এক জওয়ান কোনো কিছু না ভেবেই রঙে নিজেদের রাঙাতে আবির কিনে নেন। আর তারপর…. ওই গাড়িতে থাকা অন্যান্য জওয়ানরাও আবিরের রঙে মাতেন। শুধু নিজেরাই নন, সেই সময়মুহূর্তে ওই রাস্তায় আসা পথচলতি মানুষদের রাঙিয়ে দেন তারা। আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষ।

Advertisements

প্রসঙ্গত, এদিন সিউড়ির হাটজনবাজারে রেলগেট পরে থাকে প্রায় ঘন্টা খানেক। আর ঠিক সেসময় সেনা জওয়ানরা মেতে ওঠেন দোলের রঙিন রঙে। আমরা শ্রদ্ধা এই সেনা জওয়ানদের প্রতি। তাদের জীবনও কর্তব্যের মাঝে রাঙিয়ে উঠুক এটাই আমাদের আশা। স্যালুট আমাদের রক্ষার্থে থাকা সেনা জওয়ানদের প্রতি, স্যালুট আমাদের ভারতবর্ষকে। জয় হিন্দ, জয় কিষাণ, জয় জওয়ান। মেরা ভারত মহান।

Advertisements