দেশ সেবার সুযোগ, ভারতীয় সেনাবাহিনীতে চলছে নিয়োগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শিক্ষিত বেকার যুবক যুবতীরা সবসময় চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরেন। এই সকল যুবক যুবতীদের মধ্যে অনেকের আবার স্বপ্ন থাকে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার। এই দেশ সেবার সঙ্গে চাকরির সবচেয়ে বড় সুযোগ হলো সেনাবাহিনী। ভারতীয় এই সেনাবাহিনীতেই এবার চলছে নিয়োগ।

Advertisements

ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রায় ২০০টি শূন্যপদে নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এই সকল শূন্য পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীদের আগামী ৬ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে হবে joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে।

Advertisements

আবেদন গ্রহণ হওয়ার পর হবে পরীক্ষা। সেই পরীক্ষায় সফল চাকরিপ্রার্থীদের নিয়োগ করার জন্য চলতি বছর অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে প্রশিক্ষণ। বিভিন্ন পদে ১৯১ জনকে নিয়োগ করা হবে। এই সকল শূন্য পদের জন্য অবিবাহিত মহিলা এবং পুরুষরা আবেদন করতে পারবেন।

Advertisements

এই সকল শূন্য পদে আবেদন করার ক্ষেত্রে শর্ত অনুযায়ী অবিবাহিত মহিলা ও পুরুষ আবেদন করার পাশাপাশি তারা আবেদন করতে পারবেন যাদের স্বামী সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মারা গিয়েছেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং স্নাতক। এসএসসি টেক (পুরুষ) ৫৯ তম কোর্সে রয়েছে ১৭৫ টি পদ। এসএসসি টেক (মহিলা) ৩০তম কোর্সে ১৪টি পদ এবং বিধবাদের জন্য রয়েছে দুটি শূন্যপদ।

Advertisements