মিশে গেল Indian ও Allahabad ব্যাঙ্ক, জারি হলো নতুন ৫ নিয়ম

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই পদক্ষেপ নেওয়া হয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ককে সংযুক্তকরণ করে ব্যাঙ্কের সংখ্যা কমানোর। আর সেই পদক্ষেপের পথ ধরে এবার মিশে গেল Indian ও Allahabad ব্যাঙ্ক। সংযুক্তিকরণের এই প্রক্রিয়া চলে গত ১২ ই ফেব্রুয়ারি রাত ন’টা থেকে ১৫ ই ফেব্রুয়ারি সকাল ন’টা পর্যন্ত। আর এই সংযুক্তিকরণ সমাপ্ত হওয়ার পর এই জারি হল নতুন ৫টি নিয়ম, যেগুলি এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের মেনে চলতে হবে।

১) IFSC : যে সমস্ত গ্রাহকদের এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল তাদের নতুন IFSC নিতে হবে। পুরাতন IFSC দিয়ে আর অনলাইন লেনদেন হবে না। তবে ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকরা তাদের পুরাতন IFSC দিয়েই কাজ চালাতে পারবেন।

IFSC সংগ্রহ করা যেতে পারে অনলাইন থেকে অথবা এসএমএসের মাধ্যমেও। www.indianbank.in/amalgamation সাইট থেকে নতুন IFSC নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে পুরাতন IFSC ব্যবহার করে নতুন IFSC পাওয়া যেতে পারে অথবা রাজ্য, ব্রাঞ্চ এগুলি বেছে নিয়েও IFSC পাওয়া যেতে পারে।

এসএমএসের মাধ্যমে IFSC পাওয়ার জন্য গ্রাহকদের এসএমএস করতে হবে ‘IFSC (স্পেস) পুরাতন IFSC’, আর এই এসএমএসটি পাঠিয়ে দিতে হবে ৯২৬৬৮০১৯ নম্বরে।

২) চেক : এলাহাবাদ ব্যাঙ্কের যে সকল গ্রাহকদের কাছে আগের চেয়ে রয়েছে সেগুলি এখনো ব্যবহার করা যাবে। তবে ১৫ ই ফেব্রুয়ারির পর যদি কোনো গ্রাহক চেকের জন্য আবেদন করে থাকেন তাহলে তিনি নতুন চেক পাবেন ইন্ডিয়ান ব্যাঙ্কের নামে।

৩) পাসবুক : এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকদের পাসবুক ফরমেট পরিবর্তন হয়ে গেল ১৫ ফেব্রুয়ারির পর। এখন ইন্ডিয়ান ব্যাঙ্কের ফরমেটে নতুন পাসবুক দেওয়া হবে।

৪) নেট ব্যাঙ্কিং : সংযুক্তিকরণের পর গ্রাহকদের এখন নেট ব্যাঙ্কিং করার জন্য indianbank.net.in সাইটে লগইন করতে হবে। সেখানেই সমস্ত পরিষেবা মিলবে।

[aaroporuntag]
৫) মোবাইল ব্যাঙ্কিং : দুই ব্যাঙ্ক সংযুক্ত হয়ে যাওয়ার পর এখন গ্রাহকদের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পেতে IndOASIS ইনস্টল করতে হবে। সেখানে আগের মত লগইন করে পরিষেবা বহন করতে পারবেন গ্রাহকরা।