Indian Economy: ভারতীয় অর্থনীতি আন্তর্জাতিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। বর্তমানে ভারত হলো বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত। আশা করা যাচ্ছে আগামী ৬ বছরের মধ্যেই তারা লক্ষ্য স্থানে পৌঁছে যাবে। ভারতীয় অর্থনীতিকে ২০৩০ সালের মধ্যে দুই ধাপ উপরে ওঠার জন্য যে পথে চলা দরকার ঠিক সেই পথেই রয়েছে বলে মনে করে এস অ্যান্ড পি গ্লোবাল রেটিং।
সম্প্রতি ভারতের অর্থনীতি (Indian Economy) ৩.৬ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে। আশা করা যাচ্ছে ২০৪৭ সালের মধ্যে এটি ৩০ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া লক্ষ্যপূরণ করতে সক্ষম হবে। কিন্তু লক্ষ্য পূরণের পথ কি এতটাও সহজ হবে? ভারতকে যদি এই লক্ষ্য পূরণ করতে হয় তাহলে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এস অ্যান্ড পির রিপোর্ট অনুযায়ী এমনটাই সামনে এসেছে। সবথেকে বড় সমস্যা হলো ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা।
ভারতের অর্থনীতি (Indian Economy) চমকপ্রদভাবে দ্রুতহারে এগিয়ে চলেছে। এস অ্যান্ড পি-র রিপোর্ট বলছে, আগামী তিন বছরের মধ্যে ভারতীয় অর্থনীতির অবাক করা সাফল্য অর্জন করবে এবং এগিয়ে যাবে অত্যন্ত দ্রুত হারে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব অত্যন্ত কার্যকরী। এস অ্যান্ড পির অনুমান, ২০৩৫ সালের মধ্যে উদীয়মান বাজারগুলির গড় জিডিপি বৃদ্ধি ৪.০৬ শতাংশ হবে। পাশাপাশি উন্নত অর্থনীতির জিডিপি হবে ১.৫৯ শতাংশ।
আরো পড়ুন: চতুর্থ পারমাণবিক সাবমেরিন জলে নামলো একেবারে নিঃশব্দে, জব্দ হবে লালফৌজ
২০৩০ সালের মধ্যে ভারত নিজেকে তৃতীয় অর্থনীতির (Indian Economy) দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলবে এবং ২০৩৫ সালের মধ্যে বিশ্বের আর্থিক বৃদ্ধিতে ৬৫ শতাংশ যোগদান থাকবে উদীয়মান অর্থনীতির। বিশ্বের উদীয়মান বাজারে উল্লেখযোগ্য ফলাফল দেখা গেছে ইন্দোনেশিয়া ও ব্রাজিলের। এরাও খুব তাড়াতাড়ি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় উপরে উঠে আসবে। আশা করা যায় দুটি দেশ যথাক্রমে অষ্টম ও নবম স্থানে থাকবে।
ভারতকে বিভিন্নরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য। ভারতকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধি হওয়াতে এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতকে। রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে ভারত হয়তো বিশ্বের এক নম্বর দেশে পরিণত হবে ২০৩৫ সালের মধ্যে। আস্তে আস্তে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতকে। অর্থনীতিতে বৃদ্ধি হলে সেক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে পরিকাঠামো এবং আধুনিক প্রযুক্তিতে। ভারতকে এই ধরনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাহলেই একটি শক্তিশালী এবং উন্নতিশীল দেশে পরিণত হতে পারবে ভারত। এস অ্যান্ড পির রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে ভারত তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা পূরণ করতে কি কৌশল গ্রহণ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতির ওপরেও।