একই উড়ালপুলে চলবে গাড়ি ও মেট্রো, তৈরি হবে দেশের প্রথম ডবল ডেকার ফ্লাইওভার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়ছে যানবাহন। জনসংখ্যা এবং যানবাহন ও জনবসতি বৃদ্ধি পেতেই সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে যানজট। এই যানজট এড়িয়ে কিভাবে সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য উড়ালপুল সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের তরফ থেকে।

Advertisements

সেই রকমই এবার ভারতের মাটিতে তৈরি হতে চলেছে প্রথম ডবল ডেকার ফ্লাইওভার। ডবলডেকার এই ফ্লাইওভার দিয়ে একইসঙ্গে যাতায়াত করবে মেট্রো এবং গণপরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনগুলি। এই ফ্লাইওভারটি তৈরি হলে যাত্রী পরিবহন ব্যবস্থা আরও সুগম হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই ধরনের ডবল ডেকার ফ্লাইওভার প্রথম তৈরি হতে চলেছে মুম্বাইয়ে।

Advertisements

মুম্বাইয়ে এমন ডবলডেকার ফ্লাইওভার তৈরি করার পরিপ্রেক্ষিতে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এই ফ্লাই ওভারের উপরের অংশ দিয়ে যাবে গণপরিবহনের যানবাহন এবং নিচের অংশ দিয়ে ছুটবে মেট্রো। দহিসার থেকে মীরা ভায়ান্দারের মধ্যে যে মেট্রো চলাচল করবে, সেই মেট্রো যাবে এই ফ্লাই ওভারের উপর দিয়ে।

Advertisements

১১.৩৮৬ কিলোমিটার এই মেট্রো রুটে থাকবে ১০টি স্টেশন। থাকবে ৭টি এক্সটেনশন লাইন, যা আন্ধেরি থেকে দহিসারের মধ্যে চলবে। ইতিমধ্যেই চলতি বছর এপ্রিল মাসে প্রস্তাবিত এই মেট্রো পরিষেবার একাংশ খুলে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রস্তাবিত ডবল ডেকার ফ্লাইওভারটি শিবাজী চক মেট্রো স্টেশনের কাছে শুরু হবে এবং মীরা-ভায়ান্দার রোড হয়ে ভায়ান্দা পশ্চিমে শেষ হবে।

প্রস্তাবিত এই ডাবল ডেকার ফ্লাইওভার তৈরি করার জন্য ৭.৫ শতাংশ ধরে প্রায় ৬ হাজার ৬০৭ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা যাচ্ছে মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভলপমেন্ট অথরিটি সূত্রে।

Advertisements