Indian Passport: খরচের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় সস্তা পাসপোর্ট ভারতের! খরচ হয় মাত্র এত টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

India has the second cheapest passport in the world in terms of cost: সবচেয়ে কম খরচে তৈরি হওয়া পাসপোর্টগুলির মধ্যে ভারতীয় পাসপোর্ট (Indian Passport) রয়েছে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। পাসপোর্টের বৈধতা রক্ষা ও সংরক্ষণের জন্য বার্ষিক ব্যয়ের পরিমাণও অনেকটাই কম। তাই সবচেয়ে সাশ্রয়ী পাসপোর্ট হিসেবে গণ্য করা হয় ভারতীয় পাসপোর্টকে। এই তালিকার শীর্ষে রয়েছে আরবের আমিরশাহী। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে পাসপোর্ট তৈরি করা যায় আরবের আমিরশাহীর।

Advertisements

অস্ট্রেলিয়ার এক প্রতিষ্ঠান কম্পেয়ার দা মার্কেটের তরফ থেকে করা গবেষণা থেকে জানা গেছে যে, যাদের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে তারা ৬২ টি দেশে যাতায়াত করতে পারেন ভিসা ছাড়াই। অস্ট্রেলিয়ার সংস্থাটি সমগ্র বিশ্বজুড়ে গবেষণা চালিয়েছেন বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে। প্রতিটি দেশের পাসপোর্ট তৈরি করতে কত টাকা খরচ হয়, সেই পাসপোর্ট এর বৈধতা সংরক্ষণ করতে কত টাকা বার্ষিক ব্যয় হয় সবকিছুর উপর গবেষণা করেছেন তারা। এছাড়া ভিসা ছাড়া যাতায়াত করা যায় এমন দেশগুলোর সম্পর্ক খুঁজে বের করেছেন তারা। এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে প্রতিটি দেশের পাসপোর্টের গুরুত্ব বিবেচনা করার চেষ্টা করেছে অস্ট্রেলিয়ার সংস্থাটি।

Advertisements

গবেষণায় জানা গেছে, সবচেয়ে ব্যয়বহুল পাসপোর্ট হল মেক্সিকোর পাসপোর্ট। দশ বছরের বৈধতা যুক্ত এই পাসপোর্টটি তৈরি করতে খরচ হয় মাত্র ২৩১.০৫ ডলার। সেখানে দশ বছরের বৈধতা যুক্ত ভারতীয় পাসপোর্ট (Indian Passport) তৈরি করতে খরচ হয় মাত্র ১৮.০৭ ডলার। অস্ট্রেলিয়ান সংস্থাটির তৈরি করা তালিকা অনুযায়ী, সবচেয়ে কম খরচে তৈরি করা পাসপোর্ট গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট (Indian Passport)। বৈধতার রক্ষার জন্য প্রতিবছর পাসপোর্ট এর পিছনে খরচ হয় মাত্র ১.৮১ ডলার। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার পাসপোর্ট, যা তৈরি করতে খরচ হয় মাত্র ৩.০৫ ডলার প্রতি বছর হিসাবে। চতুর্থ স্থানে রয়েছে কোনিয়া। প্রতি বছর হিসাবে এই দেশের পাসপোর্ট তৈরি করতে খরচ হয় মাত্র ৩.০৯ ডলার।

Advertisements

আরও পড়ুন ? Passport Appeal Process: আরও সহজে বিদেশ ভ্রমণ, এবার এই পদ্ধতিতে পেয়ে যান ৫ দিনেই পাসপোর্ট

অস্ট্রেলিয়ান সংস্থাটির তরফ থেকে পাসপোর্ট এর বৈধতা, খরচ, কার্যকারিতা ইত্যাদি বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ গবেষণার পর সমগ্র বিশ্বজুড়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, ভিসা ফ্রি অ্যাকসেসের দিক থেকে বিবেচনা করলে অন্যান্য দেশের তুলনায় ভারতীয় পাসপোর্টের (Indian Passport) সীমা অনেকটাই সীমিত। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার দেশগুলির পাসপোর্ট তৈরির খরচ তুলনামূলকভাবে অনেক বেশি হলেও, ভিসা ফ্রি অ্যাক্সেসও ভারতের তুলনায় অনেক বেশি রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পাসপোর্টের (Indian Passport) তাৎপর্যের উপর ভিত্তি করে, চুরি বা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে অনেকেই ভ্রমণ বীমাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। কম্পেয়ার দ্য মার্কেটের জেনারেল এক্সজিকিউটিভ ম্যানেজার বলেন, মানসিক চাপ কমানোর জন্য ভ্রমণের পরিকল্পনা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে তাই মানসিক শান্তি নিশ্চিত করতে ভ্রমণ বীমাকেই সঙ্গী করেন অনেকেই।

Advertisements