নিজস্ব প্রতিবেদন : স্বাধীনতা দিবস (Independence Day) মানেই আনন্দের দিন। প্রতিবছর এই স্বাধীনতা দিবসটিকে বিভিন্ন শ্রেণীর মানুষেরা বিভিন্নভাবে কাটিয়ে থাকেন। আবার এই দিনটিতে দেখা যায় বহু মানুষ তাদের গাড়ি অথবা মোটরবাইক বা অন্য কোন যানবাহনে জাতীয় পতাকা (National Flag) লাগিয়ে ঘুরে বেড়ান। মনের আনন্দে, খুশিতে জাতীয় পতাকা এইভাবে লাগিয়ে ঘুরে বেড়ালেও কিন্তু এটি আইনত দণ্ডনীয় অপরাধ। যে কারণে ভারতীয় নাগরিক অনুসারে প্রত্যেকের জাতীয় পতাকা ব্যবহারের যে সকল নিয়মকানুন রয়েছে তা জেনে রাখা প্রয়োজন।
২০০২ সালে দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া (The flag code of India) অনুযায়ী যে সকল নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক ভারতীয় সাধারণ নাগরিকদের কিন্তু নিজেদের যানবাহনে জাতীয় পতাকা লাগানোর অধিকার নেই। নিজেদের যানবাহনে জাতীয় পতাকা লাগানোর ক্ষেত্রে হাতে গোনা কয়েকজন ব্যক্তিকে অধিকার দেওয়া হয়েছে। সুতরাং স্বাধীনতা দিবস হোক অথবা প্রজাতন্ত্র দিবস, মোটরবাইক অথবা গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়ানোর আগে ১০ বার ভাববেন।
দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতে উল্লেখ রয়েছে দেশের সাধারণ মানুষেরা কোনভাবেই নিজেদের ব্যক্তিগত যানবাহনে জাতীয় পতাকার ব্যবহার করতে পারেন না। এমনটা করা হলে ওই ব্যক্তির জেল পর্যন্ত হতে পারে। শুধু মোটরবাইক অথবা ব্যক্তিগত চারচাকা গাড়ি নয়, এছাড়াও ট্রেন, বাস, বোট ইত্যাদিতেও জাতীয় পতাকার ব্যবহার করা যায় না। জাতীয় পতাকা ব্যবহারের আইন অমান্য করে আইনি জটিলতা ডেকে আনা হয়।
প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনর অ্যাক্ট ১৯৭১ এর ধারা ৩.২৩ অনুযায়ী, গাড়ির হুড, টপ সাইড অথবা পিছনে, বাস ট্রেন অথবা ট্রেনে জাতীয় পতাকা লাগানো যায় না। তবে এই ধরনের যানবাহন চালানোর সময় জাতীয় পতাকার ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেই জাতীয় পতাকা সব সময় হাতে থাকতে হবে। কোন জায়গায় লাগিয়ে রেখে দেওয়া যাবে না। কোন জায়গায় লাগিয়ে রাখলেই তা দণ্ডনীয় অপরাধ।
কোন ব্যক্তি যদি তার ব্যক্তিগত যানবাহনে জাতীয় পতাকা লাগিয়ে রাখেন তাহলে তার তিন বছর জেল অথবা জরিমানা বা দুটিই হতে পারে। যে কারণে এই ধরনের কার্যকলাপের আগে সতর্ক হতে হবে। ভারতে যে সকল হাতে-গোনা ব্যক্তিরা নিজেদের যানবাহনে জাতীয় পতাকা লাগিয়ে রাখতে পারেন তারা হলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাই কোর্টের বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, লোকসভা ও রাজ্যসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিধানসভা ও কাউন্সিলের স্পিকার। এর পাশাপাশি কত সাইজের জাতীয় পতাকা ব্যবহার করা যাবে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে। ভিভিআইপি বিমানের জন্য ৪৫০x৩০০ মিলিমিটার, মোটরগাড়ির জন্য ২২৫x১৫০ মিলিমিটার এবং টেবিলের জাতীয় পতাকার জন্য ১৫০x১০০ মিলিমিটার।