Indian Navy Uber Deal: রাইড বাতিল করলেও দিতে হবে না বাড়তি চার্জ! ইনাদের বিশেষ সুবিধা দিচ্ছে Uber

Prosun Kanti Das

Published on:

Advertisements

Uber ride cancellation charges free for Indian Navy personal: অনলাইন ক্যাব বুকিং কোম্পানি উবার ইন্ডিয়া নিয়ে এলো নয়া উদ্যোগ। ভারতীয় সেনার নৌবাহিনীর জন্য বিশেষ সুবিধা দিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে উবার। ভারতীয় নৌবাহিনীর সদস্যরা এখন থেকে তাদের উবার রাইড বাতিল করলে কোনো চার্জ দিতে হবে না। গত ৭ জুলাই, ২০২৩ তারিখে উবার এবং ভারতীয় নৌসেনার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে (Indian Navy Uber Deal)। এই চুক্তির আওতায়, ভারতীয় নৌসেনার সকল সদস্য, তাদের পরিবারের সদস্য এবং ভারতীয় নৌবাহিনীর সাথে চুক্তিবদ্ধ ঠিকাদারদের উবার রাইড বাতিল করলে কোনো চার্জ দিতে হবে না।

Advertisements

উবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় নৌসেনা। ভারতীয় সেনার নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ভারতীয় নৌবাহিনীর জন্য একটি বড় সুবিধা। এটি তাদেরকে তাদের দায়িত্ব পালনে আরও সহায়ক হবে। উবারের এই সিদ্ধান্তের ফলে(Indian Navy Uber Deal), ভারতীয় নৌবাহিনীর সদস্যরা তাদের উবার রাইড বাতিল করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন। তারা কোনো চার্জের ভয়ে রাইড বাতিল করতে ভয় পাবেন না। এটি তাদেরকে তাদের দায়িত্ব পালনে আরও সুবিধাজনক হবে।

Advertisements

উবারের এই সিদ্ধান্তের ফলে, ভারতীয় নৌবাহিনী এবং উবার উভয়ই উপকৃত হবে। ভারতীয় নৌবাহিনী তাদের সদস্যদের জন্য একটি বিশেষ সুবিধা পাবে। অন্যদিকে, উবার ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে নতুন গ্রাহক পেতে পারে। এরফলে উবার ভারতীয় নৌবাহিনীর কর্মী ও পরিবারের সদস্যদের পরিবহণের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে। ভারতীয় নৌবাহিনীর জন্য অফিসিয়াল ভ্রমণ এবং ভারতীয় নৌবাহিনীর পরিবার, কর্মচারী এবং আধিকারিকদের পরিবহণের ক্ষেত্রে সুবিধা দেওয়াই এই চুক্তির লক্ষ্য বলে জানানো হয়েছে (Indian Navy Uber Deal)।

Advertisements

কোম্পানির আসল উদ্দেশ্য হলো ভারতীয় নৌবাহিনীর আধিকারিক, কর্মচারী এবং পরিবারকে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং আনন্দদায়ক পরিষেবা দেওয়া। এই পার্টনারশিপের দ্বারা (Indian Navy Uber Deal) ভারতীয় নৌবাহিনী উবারের উন্নত রাইড ব্যবহার করতে পারবে। ভারতীয় নৌবাহিনী উবার ফর বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে।

যদি কোনো কারণে ক্যান্সেলেশন হয় তার উপর অতিরিক্ত টাকা দিতে হবে না। অর্থাৎ ক্যান্সেলেশনের উপর থাকছে 0 চার্জ। এছাড়া স্পেশাল গাড়ির ক্যাটাগরি থেকে বুক করা যাবে ও সাথে থাকবে 24×7 প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট। উবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির অধীনে সবচেয়ে ভালো চালকদের পরিষেবাতে নিযুক্ত করা হবে। এরপর থেকে নৌবাহিনীর কোনও অফিসিয়াল মিটিং বা কোনও অনুষ্ঠান থাকলে নৌসেনাদের আর প্রাইভেট ট্যাক্সি বুক করতে হবে না।

Advertisements