নিজস্ব প্রতিবেদন : দৈনন্দিন বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য আমরা প্রত্যেকেই নগদ ব্যবহার করে থাকি। লেনদেন করার ক্ষেত্রে ১০ টাকা থেকে ২০০০ টাকার নোট ব্যবহার করা হয়। এই সকল নোট ছাপানোর খরচ কত হয় তা নিয়ে অনেকের মধ্যেই নানান প্রশ্ন ঘোরাফেরা করে। তবে এরই মধ্যে একটি সংবাদ সংস্থা আরটিআই করে সেই খরচ সামনে এনেছে। তৈরি করার এই খবর শুনলে আপনার বিশ্বাস হবে কিনা জানা নেই।
২০০০ টাকার নোট ছাপানোর ক্ষেত্রে ২০১৭-১৮ সালে খরচ হতো ৪ টাকা ১৮ পয়সা। ২০১৮-১৯ সালে সেই খরচ দাঁড়ায় ৩ টাকা ৫৩ পয়সা। এরপর আর ২০০০ টাকার কোন নোট ছাপানো হয়নি।
এরপর মোটা অংকের যে সকল নোট রয়েছে সেগুলি হল ৫০০ টাকা, ২০০ টাকা ইত্যাদি। সর্বভারতীয় ওই সংবাদ সংস্থার দাবি অনুযায়ী ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ২ টাকা ৯০ পয়সা। ২০০ টাকার নোট ছাপাতে খরচ হয়, ২ টাকা ৩৭ পয়সা।
এরপর যে সকল নোটগুলি রয়েছে সেগুলির মধ্যে ১০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১ টাকা ৭৭ পয়সা। ৫০ টাকার নোট ছাপাতে সরকার খরচ করে ১ টাকা ১৩ পয়সা। ২০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৯৫ পয়সা।
তবে আবার ২০ টাকার নোট ছাপানোর খরচের তুলনায় ১০ টাকার নোট ছাপার নোট খরচ বেশি। ১০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৯৬ পয়সা। তবে পুরাতন নোটের তুলনায় নতুন নোট ছাপানোর খরচ অনেক কমেছে বলে জানা যাচ্ছে। এই সকল নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে দেশের চারটি সরকারি ছাপাখানা নাসিক, দেবাস ও মাইসোর এবং শালবনিতে ছাপানো হয়ে থাকে। তবে মনে রাখতে হবে এই খরচ কেবলমাত্র ছাপানোর খরচ।