নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার ক্ষেত্রে আসছে তৎকাল পরিষেবা। সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। এই পরিষেবা চালু হলে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার পর আধঘণ্টার মধ্যে মিলবে ডেলিভারি। ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা ৪৫ মিনিট। IOC-এর কথা অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শহর অথবা জেলা বেছে নিতে হবে যেখান থেকে এই পরিষেবা শুরু করা যায়।
IOC-এর তরফ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা শুরু করার জন্য কাজ চলছে এবং এর কাজ প্রায় শেষের দিকে। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই তৎকাল গ্যাস ডেলিভারি পরিষেবা শুরু হয়ে যাবে। এই পরিষেবা কেন্দ্র সরকারের ‘ease of living’ প্রকল্পের একটি অংশ হতে চলেছে।
IOC-এর আধিকারিকদের কথা অনুযায়ী, যে সকল গ্রাহকরা এই তৎকাল পরিষেবা নেবেন তাদের পরিষেবা নেওয়ার জন্য আলাদা করে একটি চার্জ দিতে হবে। তবে সেই চার্জ কত হতে চলেছে তার সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। এনিয়ে আধিকারিকদের মধ্যে আলোচনা চলছে।
যে সকল গ্রাহকদের ডাবল সিলিন্ডার রয়েছে তারা একটি সিলিন্ডার শেষ হওয়ার সাথে সাথে সিলিন্ডার বুক করে নেন। সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। কিন্তু যে সকল গ্রাহকদের একটি মাত্র সিলিন্ডার রয়েছে তারা গ্যাস শেষ হওয়ার আগে বাড়িতে সিলিন্ডার মজুত রাখার মত কোনো সুযোগ পান না। সেই সকল গ্রাহকদের জন্য এই পরিষেবা খুবই উপকারে আসবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।