এই ৫৭টি দেশে ঘুরতে যেতে ভারতীয়দের আর লাগবে না ভিসা, রয়েছে জনপ্রিয় এই দেশও

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ হয়তো সবার হয় না। তবে বিদেশে ঘুরতে যাওয়ার ভারতীয়দের সংখ্যাটাও কম নয়। ঘুরতে যাওয়া ছাড়াও বিভিন্ন কাজে ভারতীয়দের বিদেশে পাড়ি দিতে হয়। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের আবশ্যিকভাবে প্রয়োজন হয় পাসপোর্ট (Passport) এবং ভিসা (Visa)। তবে যদি আপনি জানতে পারেন আপনি যে দেশে পাড়ি দিচ্ছেন সেই দেশে পাড়ি দেওয়ার জন্য বিশাল লাগবেনা, তাহলে স্বাভাবিকভাবেই আপনি আনন্দে আটখানা হয়ে পড়বেন।

ভারতীয় নাগরিকদের এখন বিদেশে পাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ৫৭টি দেশের জন্য ভিসা লাগবে না। সম্প্রতি বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশ করার পর দেখা যাচ্ছে ভারত সাত ধাপ উঠে এসেছে। ৭ ধাপ উঠে আসার কারণে ভারতীয় নাগরিকদের এখন আর ৫৭ টি দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।

ভারতীয় পাসপোর্ট আগে ৮৭ নম্বর শক্তিশালী পাসপোর্টের তালিকায় ছিল। সেই জায়গায় এখন ভারতীয় পাসপোর্ট উঠে এসেছে ৮০ নম্বরে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে থাকা জাপানের পাসপোর্টকে পিছনে ফেলে তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। এর ফলে এই দেশের নাগরিকরা ১৯২ টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন।

ভারতীয় পাসপোর্ট শক্তিশালী পাসপোর্টের তালিকায় সাত ধাপ উঠে আসার ফলে ইন্দোনেশিয়ার, রোয়ান্ডা, জামাইকা, শ্রীলঙ্কার মত ৫৭ টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন ভারতীয় নাগরিকরা। ৫৭ টি এই দেশের তালিকায় সবচেয়ে জনপ্রিয় একটি দেশ হিসাবে রয়েছে থাইল্যান্ড। যেখানে ভারতের বিপুলসংখ্যক নাগরিক বছরের বিভিন্ন সময় বেড়াতে যান। এবার এই সকল পর্যটকদেরও ভিসা দিতে হবে না।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় সবার উপরে যেমন রয়েছে সিঙ্গাপুর, ঠিক সেই রকমই সবার নিচে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান সবার নিচে আসার ফলে এখন এই দেশের নাগরিকরা কেবলমাত্র ২৭ টি জায়গায় ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।