Gold Price Lost: সোনার বাজারে বড় ধস, ১০ লক্ষ কোটি টাকার সম্পদ হারালেন ভারতীয়রা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে পর্যন্ত সোনার দাম (Gold Price) মাথাচাড়া দিয়ে উঠেছিল। সোনার দাম মাথাচাড়া দিয়ে ওঠার ফলে বহুমূল্যবান এই হলুদ ধাতু আরও বহু মূল্যবান হয়ে দাঁড়িয়েছিল। তবে বাজেটে সোনার উপর কর ছাড় দেওয়ার ঘোষণা হতেই বাজারে ধস নামতে শুরু করে। কিন্তু বাজারের এই ধসে ভারতীয়রা ১০ লক্ষ কোটি টাকার সম্পদ হারিয়েছেন (Gold Price Lost)।

Advertisements

সোনার উপর কেন্দ্রীয় বাজেটে পাঁচ শতাংশ আমদানি শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। সরকারের তরফ থেকে এমন ঘটনার পরই দেখা যায় হু হু করে নামতে শুরু করেছে সোনার দাম। আগামী দিনে সোনার দাম আরো কমবে এমনটাই আশা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে বাজারে এখন আবার সোনার চাহিদা বেড়ে গিয়েছে, সোনার চাহিদা বেড়ে যাওয়ার ফলে ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে।

Advertisements

সোনার চাহিদা বাড়ার কারণে এখন কর্মচারীদের ছুটি বাতিল করে সোনার গয়না থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের যোগান যাওয়ার কাজ চলছে। কিন্তু অন্যদিকে কেন্দ্র সরকারের এমন ঘোষণার ফলে কিন্তু একদিনে ১০ লক্ষ কোটি টাকার সম্পদ ভারতীয়রা হারিয়েছেন এমন ঘটনাও ঘটেছে। কেননা সোনার দাম কেবল বাজারে নয়, মজুত থাকা সোনারও দাম কমেছে।

Advertisements

আরও পড়ুন ? IDBI Bank: সব কাজ শেষের দিকে! বিক্রি হওয়ার পথে দেশের একটি সরকারি ব্যাঙ্ক

ভারতীয় নাগরিকদের মধ্যে সোনার প্রতি আকর্ষণ দীর্ঘদিনের। সোনার গয়না থেকে শুরু করে সোনার বিভিন্ন জিনিসপত্র ভারতীয়রা কিনতে এবং নিজেদের কাছে রাখতে পছন্দ করেন। এক্ষেত্রে মজুত থাকা সেই সকল সোনার দাম বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছিল, সেই রকমই আবার এখন তা কমতে শুরু করেছে। আর কমতে কমতে সেই টাকার অংক এখন ১০ লক্ষ কোটি।

পরিসংখ্যান বলছে, বিশ্বে যত পরিমাণ সোনা নাগরিকদের কাছে মজুত রয়েছে তার মধ্যে ১১ শতাংশই রয়েছে ভারতীয়দের কাছে। স্বাভাবিকভাবেই টের পাওয়া যেতে পারে সেই অংকটা কত হতে পারে। সোনার দামের উপর কেন্দ্রের কর ছাড় ঘোষণার পর একদিকে যেমন কোন কোন জায়গায় ২০ শতাংশ পর্যন্ত সোনার চাহিদা বেড়ে গিয়েছে, ঠিক সেই রকমই আবার এক দিনে এমন বিপুল সম্পদ হারানো ভারতীয় বাজারে ষষ্ঠতম বৃহৎ সম্পদ হারানোর নজির তৈরি করেছে।

Advertisements